‘পাষাণ’ চলবে যেসকল সিনেমা হলে
এ ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও বিপাশা কবির।এবং কলকাতার ওম প্রমুখ। ছবিতে ওমকে দেখা যাবে একজন পেশাদার কিলার হিসেবে আর নায়িকা বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে একজন পেশাদার সাংবাদিক এর চরিত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিপাশা কবির।
২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। ‘পাষাণ’-এ আরো অভিনয় করেছেন বিপাশা কবির, মিশা সওদাগর ও শিমুল খান। সংগীতায়োজন করেছেন ইমন সাহা, বেলাল খান ও কলকাতার আকাশ।
‘পাষাণ’র হল তালিকা-
ঢাকা: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, বলাকা, মধুমিতা, শ্যামলী, সনি, অভিসার,এশিয়া, আনন্দ, চিত্রামহল, বি জি বি গেট, গীত, সেনা অডিটোরিয়াম, পূরবী, রাজমনী, শাহিন, মুক্তি, পুনম, রানীমহল ও নিউ গুলশান।
ঢাকার বাইরে: নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, চন্দ্রিমা- শেরপুর, সেনা- সাভার, চম্পাকলী- টঙ্গী, বর্ষা – জয়দেবপুর, চাঁদমহল – কাচপুর, মনিহার- যশোর, নন্দিতা – সিলেট, অভিরুচী – বরিশাল, পূরবী – ময়মিনসিংহ, রূপকথা – পাবনা, শাপলা – রংপুর, সনিয়া- বগুড়া, আলমাস – চিটাগং, মডার্ন – দিনাজপুর, শংখ – খুলনা, চিত্রালী – খুলনা, নবীন – মানিকগঞ্জ, পান্না – মুক্তারপুর, ঝংকার – পাঁচদোনা, ফিরোজ মহল – পাগলা, বিলাস – সাভার, মমতাজ – সিরাজগঞ্জ, কাকলী – শেরপুর, সন্ধ্যা – রাজবাড়ী, কেয়া – টাঙ্গাইল, রুপালী – কুমিল্লা, গ্যারিসন - কুমিল্লা ক্যান্ট., নিউ রজনীগন্ধা – চালা, হিরামন – নেত্রকোনা, তিতাস – পটুয়াখালী।
রূপসী – ভোলা, পূর্বাশা – সান্তাহার, মানসী – কিশোরগঞ্জ, দর্শন – ভৈরব, মনোয়ার – জামালপুর, বানাণী- কুষ্টিয়া, চিত্রবানী – গোপালগঞ্জ, মাধুবী – মধুপুর, রাজ – কুলিয়ারচর, মধুমিতা- মাগুরা, হেপী – লক্ষীপুর, মোহনা – কোনাবাড়ী, প্রিয়া – ঝিনাইদাহ, মুন – হোমনা, চালান্তিকা – গোপালদী, হিরক – গোবিন্দগঞ্জ, ঝংকার- বক্সিগঞ্জ, তাজ – গাইবান্ধা, রোনা – চালাকচর, পালকী- চান্দিনা, ঝর্না – দাউদকান্দি, ভাই ভাই – দেওয়ানগঞ্জ, সিক্তা – দোনাত, অন্তরা- মেলানদাহ, ফাল্গুনী – নাগারপুর, ছন্দা –পাতিয়া, সঙ্গীতা – সাতক্ষীরা।
মনিকা – সায়েস্তাগঞ্জ, বর্নালী – সাহজাদপুর, ভাই ভাই – সখিপুর, মিলন – মাদারীপুর, রাজিয়া – নাগারপুর, মুন – মুক্তাগাছা, মল্লিকা- উল্লাপাড়া, আলতা – সরিষাবাড়ি, লিলি – কুলাউড়া, কথাচিত্র – কোতোয়াদি, আলমডাঙ্গা – আলমডাঙ্গা, আনামিকা – পিরোজপুর, আনন্দা – তানোর, আয়না – আক্কেলপুর, বাবু টকিজ – নীলফামারী, ছন্দা – কালীগঞ্জ, দিনান্ত – কিশোরহাট, গ্রারিসন – দয়ারামপুর, জনতা – জালঢাকা, লাইট হাওজ – পারুলিয়া, মমতাজমহল – নীলফামারী, নসিব – সাপাহাড়, রাজু – ঈশ্বরদী, রংধনু – নজিপুর, শাহিন – বুল্লাবাজার, সোনালী – ঘোড়ঘাঁট, সনি – ইসলামপুর ও উল্লাস – বীরগঞ্জ।
এমএবি/পিআর