ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন আমজাদ হোসেন, রয়েছেন বিশ্রামে

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ মার্চ ২০১৮

ঢাকাই সিনেমার নন্দিত এক নাম আমজাদ হোসেন। সুন্দরী, গোলাপি এখন ট্রেনে, ভাত দে সহ অনেক চলচ্চিত্রেই তিনি রেখেছেন শৈল্পিক নির্মাণের মুন্সিয়ানা। একাধারে তিনি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবেও খ্যাত। গেল কয়েক মাস ধরেই আমজাদ হোসেন ক্ষুদ্রান্ত্রজনিত রোগে ভুগছিলেন।

অবস্থা গুরুতর হলে তাকে থাইল্যান্ডের সুকুমভিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছেন।

তার ছেলে সোহেল আরমান বলেন, ‘বাবার ক্ষুদ্রান্ত্রে সমস্যা দেখা দিয়েছিলো। চিকিৎসাতেও খুব একটা উন্নতি হচ্ছিলো না। বাধ্য হয়েই উন্নত চিকিৎসার জন্য গত ২ মার্চ বাবাকে থাইল্যান্ড নিয়ে যাই। সেখানে তার ক্ষুদ্রান্ত্রে দু’টি সফল অস্ত্রোপচার করা হয়েছে। আল্লাহর রহমতে বাবা এখন সুস্থ আছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

সোহেল আরও বললেন, সেখানে চিকিৎসা শেষে গেল ১৪ মার্চ বাবাকে নিয়ে আমরা ঢাকায় ফিরেছি। তিনি এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন। আশা করি দ্রুতই আবার আগের মতো হয়ে যাবেন বাবা।’

তবে আগামী ডিসেম্বরে আবারও চেকআপের জন্য থাইল্যান্ডে যেতে হবে আমজাদ হোসেনকে।

এলএ/পিআর

আরও পড়ুন