ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হাসান ইমামের জন্মদিন উপলক্ষে প্রস্তুতি

প্রকাশিত: ১১:০৮ এএম, ২৫ জুলাই ২০১৫

কিংবদন্তি অভিনেতা সৈয়দ হাসান ইমাম। মুক্তিযুদ্ধ পূর্ব সময় থেকেই চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা হিসেবে তিনি অবদান রেখে চলেছেন। আগামী সোমবার গুণী মানুষটির ৮০ তম জন্মদিন।

এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে ‘শিল্পী সৈয়দ হাসান ইমাম-এর ‘৮০তম জন্মবার্ষিকী উদযাপন পর্ষদ’। শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ জুলাই (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে সৈয়দ হাসান ইমামের ৮০ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জন্মবার্ষিকী উদযাপন পরিষদের সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বর্ণাঢ্য এ অনুষ্ঠানটিকে সামনে রেখে দুই শতাধিক বিশিষ্ট নাগরিকের সমন্বয়ে গঠিত জাতীয় উদযাপন পর্ষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদযাপন পর্ষদের আহবায়ক করা হয়েছে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানীকে।

তিনি জানান, এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সোমবার শিল্পী সৈয়দ হাসান ইমামের প্রতি শ্রদ্ধার্ঘ্য ও শুভেচ্ছা জানানো হবে। তাকে উদ্দেশ্য করে নিবেদিত মানপত্রটি রচনা করেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এই অনুষ্ঠানে সৈয়দ হাসান ইমামের উপর রচিত ‘নীল ছোঁয়া কিংবদন্তি’ শিরোনামে একটি সম্মাননা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এছাড়াও বরেণ্য এই শিল্পীর জীবন ও কর্মের নানামুখি দিক নিয়ে প্রদর্শিত হবে একটি তথ্যচিত্র। থাকবে সঙ্গীত, নৃত্য আর আবৃত্তি পরিবেশনা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী লায়লা হাসান, নাট্য ব্যাক্তিত্ব মনোজ সেন গুপ্ত, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাধারন সম্পাদক প্রবীর সরদার, আবৃত্তিকার রফিকুল ইসলাম, মানজারুল ইসলাম সুইট প্রমুখ।

এলএ/আরআইপি