ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কলকাতায় শুটিংয়ে ব্যস্ত জিৎ-মিম ও আমান-প্রিয়াংকা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

প্রথমবারের মতো কলকাতার সুপারস্টার জিতের নায়িকা হয়ে পর্দায় হাজির হচ্ছেন বিদ্যা সিনহা মিম। সিনেমার নাম ‘সুলতান: দ্য সেভিয়র’। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের যৌথ প্রযোজনায় সিনেমাটি তৈরি হচ্ছে। পাশাপাশি থাকছে কলকাতার নামি প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মসও।

এই ছবিতে আরও একটি জুটি হিসেবে দেখা যাবে বাংলাদেশের চিত্রনায়ক আমান রেজা ও কলকাতার মিষ্টি মেয়ে প্রিয়াংকা সরকারকে। ছবিতে আমানের চরিত্রের নাম আহির, প্রিয়াংকার চরিত্রের নাম দিশা। জিৎ অভিনয় করছেন রাজা নামে ও মিমকে পাওয়া যাবে আলিয়া চরিত্রে। ছবিতে আরও দেখা যাবে বাংলাদেশি অভিনেতা শহীদুল আলম সাচ্চুকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কলকাতায় ছবিটির প্রথম লটের শুটিং শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ থেকে, চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। বর্তমানে কলকাতার রাজারহাট বিমানবন্দরে ছবিটির শুটিং চলছে বলে জানিয়েছেন বাংলাদেশি নায়ক আমান। তিনি বুধবার সকালে জাগো নিউজকে জানান, ‘চমৎকার একটি গল্প। এখানে আমি জিতের বোনের প্রেমিকের চরিত্রে অভিনয় করেছি। ভালো একটি চরিত্র। কাজ করে মজা পাচ্ছি। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।’

তিনি আরও বলেন, ‘জিৎ দা অনেক বড় একজন তারকা। কিন্তু ভিষণ সহযোগী তিনি। সেটে অনেক মজা করেন। সবাই খুব আনন্দ নিয়েই শুটিং করছি। এতে প্রিয়াংকার সঙ্গে আমার কেমিস্ট্রি দর্শকের মন ছুঁয়ে যাবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের পরিচালক রাজা চন্দ। সিনেমাটি এ বছর ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলএ/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন