শ্রীদেবীকে শেষ বরণে প্রিয় রঙে সেজেছে তার বাংলো
বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর মৃত্যুতে শোকের ছায়া বলিউডের শোবিজ অঙ্গনে। শোকে আক্রান্ত ভক্তহৃদয়ও। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
আজ সোমবারই দুবাই থেকে শ্রীদেবীর মরদেহ নিয়ে আসা হবে ভারতে। অনিল আম্বানি বিমানে চড়ে জন্মভূমিতে ফিরবেন তিনি। সেই খবর পেয়ে গেছেন তার ভক্তরা। মুম্বাইয়ে শ্রীদেবীর বাংলোর সামনে ভিড় করছেন তারা, প্রিয় নায়িকাকে শেষ দেখা দেখবেন বলে।
এদিকে জানা গেছে, শ্রীদেবীর আগমনে তার প্রিয় রঙে সাজানো হচ্ছে মুম্বাইয়ের লখৌন্ডওয়ালার বাংলোটি। শ্রীদেবীর প্রিয় রঙ ছিল সাদা। শুভ্রতা ও শান্তির প্রতীক এ রঙের ফুলেই সাজানো হচ্ছে তার বাংলোটি। তত্ত্বাবধান করছেন শ্রীদেবীর দেবর ও তার সফল ছবি ‘মিস্টার ইন্ডিয়া’র নায়ক অনিল কাপুর।
এ বাড়িটিতেই স্বামী বনি কাপুর ও দুই সন্তান জাহ্নবি কাপুর ও খুশি কাপুরকে নিয়ে বসবাস করতেন তিনি। এখানে তার অনেক স্মৃতি। এবার এখানেই বসছে তাকে শেষ বিদায় জানানোর আয়োজন।
বর্তমানে বাড়িতে রয়েছেন শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী ও খুশি। তাদের দেখাশোনা করছেন চাচা অনিল কাপুর। দুই কন্যাকে সান্ত্বনা দিতে ছুটে আসছেন বলিউডের তারকরা।
আরএএইচ/এলএ