ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অবশেষে এলো মৌসুমীর ‘অভিমানী মন’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

গেল ২ বছরে দু’টি করে মাত্র ৪টি মৌলিক গান প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর। ২০১৮ সালের জানুয়ারিতে ক্যারিয়ারের ৩ বছরে পা রেখে মৌসুমী জানিয়েছেন এই বছর মোট ১৮টি মৌলিক গান প্রকাশ করবেন তিনি। ২২ ফেব্রুয়ারিতে সন্ধ্যায় যার শুরুটা হয়েছে ‘অভিমানী মন’ প্রকাশের মধ্য দিয়ে।

মুনরাসীনের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটি মেলো রক। ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। এতে আয়েশার বিপরীতে মডেল হয়েছেন আদিব। এটি নির্মাণ হয়েছে কক্সবাজার সৈকতে। আর ভিডিওটি প্রকাশ পেয়েছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আয়েশা বলেন, ‘আমি সচরাচর মঞ্চে ফোক ঘরানার গানই পরিবেশন করি। কিন্তু এবার পুরো মেলো রক গাইলাম। ভিডিওটিতে আমার নতুন কণ্ঠের পাশাপাশি নতুন আমাকেও দেখতে পাবেন দর্শক-শ্রোতারা।’

বলে রাখা সঙ্গত, ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে আয়েশা মৌসুমীর প্রথম পরিচিতি ঘটে। মাঝে ৩ বছরের বিরতি শেষে ২০১৫ সালে সবাইকে চমকে দেন ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ গানটি কণ্ঠে তুলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিন্তু গেল তিন বছরে মাত্র ৪টি মৌলিক গান করেছেন মৌসুমী। অথচ এ বছর ১৮টি গান প্রকাশের ঘোষণা দিয়েছেন! চমকের আশায় এটা কথার কথা নয় তো? আয়েশা বললেন, ‘‘তা জানি না। তবে কথা রাখার চেষ্টা শুরু করে দিয়েছি। এর মধ্যে আরও ৪টি গান আমার তৈরি হয়ে গেছে। এই শীতটা কেটে গেলে একটু ফ্রি হবো। তখন আবার টানা গান তৈরি করবো। ১৮ সালে অডিও-ভিডিও মিলিয়ে ১৮টি গান সত্যি সত্যি আমি শ্রোতাদের কানে পৌঁছাতে চাই। আশা করছি কথা রাখতে পারবো। যার শুরুটা হয়ে গেল ‘অভিমানী মন’ দিয়ে।’’

‘অভিমানী মন’ এর ভিডিও :

বিজ্ঞাপন



এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন