ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মাতৃভাষা দিবসের নাটকে ঈশানা ও নিলয়

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

ছোট পর্দার বেশ পরিচিত মুখ ঈশানা।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নতুন একটি নাটকে অভিনয় করছেন ঈশানা। নাটকে তার সঙ্গে জু্ঁটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। নাটকটির নাম 'ফেঁরা'। মমর রুবেল এর রচনায় নাটকটি নির্মাণ করেছেন আনিসুজ্জামান।

নিলয়ের কাছে ভাষা দিবস মূল্যহীন। এদিকে ঈশানার পরিবারের একজন ভাষা সৈনিক। নিলয় ভাষার গুরুত্ব দেয় না বলেই একটা সময় ঈশানার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিলয়ের মধ্যে একটা অপরাধবোধ কাজ করতে থাকে। সে বুঝতে চেষ্টা করে ভাষা দিবসের গুরুত্ব কি, কেন সবাই ২১ শে ফেব্রুয়ারিকে শ্রদ্ধার সঙ্গে পালন করেন! এরপর নিলয় ও ঈশানার সম্পর্কের মোড় নেয় অন্যদিকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈশানা বলেন, এই নাটকটি তৈরি করা হয়েছে ভাষা দিবসকে কেন্দ্র করে। যেখানে ভাষা দিবসের প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। আর নিলয়ের পুরো উল্টো।

নাটকটিতে ঈশানা-নিলয় ছাড়া আরও অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী উজ্জল, শেলী আহসান প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নাটক ‘ফেরা’, ভাষা দিবসের দিনে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আইএন/এমএবি/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন