আন্তর্জাতিক নারী দিবসে নারী নির্মাতাদের ৩ নাটক
নারীকে সবসময়ই বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি বা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়। এবার সেসব সংগ্রামী নারীদের গল্প নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ৩টি নাটক যার শিরোনাম ‘প্রেরণায় নারীর গল্প’।
আর নারীদের গল্পে এ নাটক ৩টি নির্মাণ করবেন ৩ জন নারী নির্মাতা। এ নাটকে চুক্তিবদ্ধ নির্মাতারা হলেন শ্রাবণী ফেরদৌস, মাতিয়া বানু শুকু ও চয়নিকা চৌধুরী।
এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে আরটিভি কার্যালয়ে নির্মাতাদের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, মার্কেটিং প্রধান সুদেব চন্দ্র ঘোষ, উপবার্তা প্রধান মামুনুর রহমান খান এবং প্রোগ্রাম এজিএম সৈয়দ সাবাব আলী আরজু।
সৈয়দ আশিক রহমান বলেন, নারী দিবসে নারী নির্মাতাদের নাটক কেন নয়? সেই ভাবনা থেকে আমরা ‘প্রেরণায় নারীর গল্প’ শিরোনামে গল্প আহ্বান করেছি। আর সেখান থেকে ৩জন নারী নির্মাতাই তৈরি করবে ৩টি নাটক।
প্রসঙ্গত, নাটক ৩টি ৮ মার্চ থেকে তিনদিন আরটিভিতে প্রচার করা হবে।
এলএ/পিআর