ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাংলা একাডেমির মহাপরিচালকের হাতে বইমেলার গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আজ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এ প্রাণের মেলা। বইমেলাকে সামনে রেখেই প্রকাশ হয়েছে বইমেলা নিয়ে নতুন একটি গান।

‘আবার এলো ঐ প্রাণের মেলা/ তোমার আমার ভালোবাসার মেলা/ নতুন পুরনো সব বইয়ের মেলা/ প্রাণের মেলা একুশে বইমেলা- এমনই কথার গানটি লিখেছেন সুমন সাহা আর সুর ও সংগীতায়োজন করেছেন রণজয় ভট্টাচার্য। ‘গানওয়ালা’র ব্যানারে নির্মিত এ গানটিতে কণ্ঠ দিয়েছেন দেবলীনা সুর ও রণজয় ভট্টাচার্য।

গানটি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খানের হাতে তুলে দিয়েছেন শিল্পী দেবলীনা। অডিও অ্যালবামটি তিনি উপহার হিসেবে দিয়েছেন। বাংলা একাডেমির কার্যালয়ে গেয় মহাপরিচালকের হাতে গানটি তুলে দেন তিনি। এসময় গানটির গীতিকার সুমন সাহাও উপস্থিত ছিলেন।

গানটি নিয়ে দেবলীনা সুর বলেন, ‘আমার জানামতে একুশে বইমেলা নিয়ে বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ কোনো গান এটি। এমন একটি বিষয় নিয়ে গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে গানটি। মহাপরিচালক খুব প্রশংসা করেছেন গানটির। তিনি উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন।’

এমএ/এলএ/আরআইপি

আরও পড়ুন