ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বইমেলা নিয়ে গাইলেন দেবলীনা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮

অমর একুশে বইমেলা নিয়ে বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ গান বের হচ্ছে। ‘গানওয়ালা’র ব্যানারে নির্মাণ হচ্ছে এ গানটি। গেয়েছেন সংগীতশিল্পী দেবলীনা সুর। দ্বৈত কণ্ঠ দিয়েছেন রণজয় ভট্টাচার্য (ভারত)। পাশাপাশি রণজয় ভট্টাচার্য গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন। কথা লিখেছেন সুমন সাহা।

গানের কথাগুলো সাজানো হয়েছে- 'আবার এলো ওই প্রাণের মেলা/তোমার আমার ভালোবাসার মেলা/ নতুন পুরনো সব বই এর মেলা
প্রাণের মেলা, একুশে বই মেলা/কথা দিয়ে।

কলকাতার ছেলে রণজয় কাজ করেন মুম্বাই মিউজিক ইন্ডাস্ট্রিতে। দেবলীনা সুরের আগামী রবীন্দ্র সংগীত অ্যালবামের কাজ করছেন তিনি। সেই কাজ নিয়ে নিয়মিত কথা হয় দেবলীনা সুর ও সুমন সাহার সঙ্গে।

কথার প্রসঙ্গে বইমেলা নিয়ে এমন একটি গানের ব্যাপারে দুই শিল্পীর আগ্রহ দেখে বইমেলা নিয়ে গানটি লেখেন সুমন সাহা। ইতোমধ্যে শেষ হয়েছে গানের কণ্ঠ দেয়ার কাজ। চলছে সংগীত আয়োজনের বাকি কাজগুলো- জানালেন দেবলীনা।

আগামী সপ্তাহে ’গানওয়ালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। বাংলাদেশে বইমেলা নিয়ে যেহেতু এটাই প্রথম পূর্ণাঙ্গ গান তাই এ গানটি হয়ে উঠুক একুশে বইমেলার থিম সং এমনটাই ভাবছে গানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘গানওয়াল’।

এলএ/এমআরএম/পিআর

আরও পড়ুন