ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

পদ্মাবত মুক্তি পেলে ধর্মঘটের ডাক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২১ জানুয়ারি ২০১৮

সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তি পাবার কথা ছিলো গেল ১ ডিসেম্বর। কিন্তু কট্টর হিন্দু্বাদীদের আন্দোলনের মুখে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ‘পদ্মাবতী’ নাম পালটে রাখা হয়েছে ‘পদ্মাবত’। সেন্সরের কাঁচিতে কাটা হয়েছে এর বেশকিছু দৃশ্য।

তবুও বিতর্ক পিছু ছাড়ছে না ছবিটির। আন্দোলনকারীরাও থামতেই চাইছেন না। এবার ঘোষণা এসেছে ভারত জুড়ে ‘পদ্মাবত’ নিষেধ করতে হবে। এটি মুক্তি পেলে ধর্মঘটের ডাক দেয়া হবে। সম্প্রতি এমনটাই তথ্য জানিয়েছে ভরতীয় একটি সংবাদ মাধ্যম।

ছবিটির মুক্তি বন্ধের দাবিতে রাজপুত কর্ণি সেনা ২৫ জানুয়ারি ছবিটির মুক্তির দিনে ভারতব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। ছবির মুক্তি ঠেকাতে সিনেমা হলে হামলা চালাতে পারে বলেও জানান তারা। এর আগেও ধর্মঘটের ডাক দিয়েছিলেন কর্ণি সেনারা।

এদিকে ‘পদ্মবত’র জন্য নিজের নতুন ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন অক্ষয় কুমার। ২৫ জানুয়ারির বদলে তার অভিনীত ‘প্যাডম্যান’ মুক্তি পাচ্ছে ৯ ফেব্রুয়ারি।

এলএ/জেআইএম

আরও পড়ুন