ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সামাজিক সচেতনতায় অনন্ত-বর্ষা

প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৭ জুলাই ২০১৫

চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান টিম মোশন ভাস্করের ‘দ্য থার্ডম্যান’ নামে  সামাজিক সচেতনতামূলক একটি ভিডিওতে অংশ নিয়েছেন বর্তমান সময়ের রূপালি পর্দার আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষা।

ভিডিওটিতে তারা বলেন, আসছে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়ার জন্যে সবাইকে আহ্বান জানাই। প্রতি বছর আমরা বিভিন্ন রকম উৎসব পালন করি, নতুন পোশাক পরি, ভালো খাবার খাই, বেড়াতে যাই। কিন্তু আমাদের আশেপাশেই কিছু মানুষ রয়েছে যাদেরকে আমরা দেখেও না দেখার ভাব করি। এদের ভালো পোশাক নেই, প্রতিদিন তিনবেলা খাবার খেতে পায় না। ঈদ তাদের জন্য অন্যান্য সাধারণ আর ১০টা দিনের মতো।

আর এ জন্যই অনন্ত-বর্ষা দম্পতি ভিডিওটির মাধ্যমে এবারের ঈদটি একটু ভিন্নভাবে কিন্তু পরিপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন। ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

ইতিপূর্বে মোশন ভাস্কর ব্রেস্ট ক্যানসার, ইভটিজিং, সেলফি, যাকাত বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও নির্মাণ করেছে। এছাড়া ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ‘জলিলের বিশ্বাস’ ও ফুটবল বিশ্বকাপ চলাকালীন ‘টোকেন অফ লাভ ফর হন্ডুরাস’ শিরোনামের প্রমোশনাল টিভিসি নির্মাণ করেছিল। আর অনন্ত জলিল সমাজসেবার সঙ্গে অনেক আগে থেকেই জাড়িত। তার পারিচালিত চারটি এতিমখানা ও একটি বৃদ্ধাশ্রম রয়েছে।

এসকেডি/এমএস