ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কলকাতায় আবারও পুরস্কৃত জয়া

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮

কলকাতার সিনেমা দিয়ে বাজিমাত করেই চলেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের প্রশংসা, নির্মাতাদের আস্থা অর্জনের পাশাপাশি নানা পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি। সম্প্রতি পেলেন ‘জি সিনে অ্যাওয়ার্ড’।

এবার জয়াকে পুরস্কৃত করলো পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ)। কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবির জন্য ২০১৭ সালে কলকাতার সেরা অভিনেত্রী হিসেবে (জনপ্রিয়) পুরস্কার পেলেন বাংলাদেশের এ অভিনেত্রী। এ ছবিতে জয়ার বিপরীতে ছিলেন আবির চ্যাটার্জি।

গতকাল রোববার (১৪ জানুয়ারি) কলকাতায় রাসবিহারী এভিনিউয়ের প্রিয়া সিনেমা হলে অনুষ্ঠিত হয় এ পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়সহ টালিগঞ্জের আরও অনেক জনপ্রিয় মুখ।

জয়া ছাড়াও তার ‌‌‘বিসর্জন’র হাতে উঠেছে আরও বেশ কিছু পুরস্কার। সেগুলো হলো সেরা চিত্রনাট্য কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন), সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন), সেরা শিল্প নির্দেশক গৌতম বসু (বিসর্জন), সেরা সহ-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন), সেরা কৌতুকাভিনেতা লামা (বিসর্জন)।

এছাড়া আরও পুরস্কার জিতেছেন সেরা অভিনেতা (ক্রিটিক) সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সেরা শিল্প নির্দেশক গৌতম বসু (বিসর্জন), সেরা সিনোমাটোগ্রাফি শুভঙ্কর ভড় (মাছের ঝোল) ও সৌমিক হালদার (আমাজন অভিযান), সেরা মেকআপ সোমনাথ কুণ্ডু (ধনঞ্জয়), সেরা কস্টিউম পান্সি সাহা, নেহা গাঁধী (ককপিট), সেরা সহ-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন), সেরা সহ-অভিনেত্রী মমতা শঙ্কর (মাছের ঝোল), সেরা সম্পাদক প্রণয় দাশগুপ্ত (বিবাহ ডায়রিজ), সেরা কৌতুকাভিনেতা লামা (বিসর্জন), সেরা নেগেটিভ চরিত্র সুদীপ্তা চক্রবর্তী (ধনঞ্জয়), সেরা গীতিকার ঋতম সেন (প্রজাপতি বিস্কুট), সেরা গায়ক অরিজিৎ সিংহ (চ্যাম্প), সেরা গায়িকা চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় (প্রজাপতি বিস্কুট), সেরা আবহসংগীত চন্দ্রদীপ গোস্বামী ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (সহজপাঠের গপ্পো), সেরা সংগীত পরিচালক কালিকাপ্রসাদ ভট্টাচার্য (বিসর্জন), সেরা সম্ভাবনাময় পরিচালক মানসকুমার পাল (সহজপাঠের গপ্পো), সেরা সম্ভাবনাময় অভিনেতা সামিউল আলম ও নুর আসলাম (সহজপাঠের গপ্পো), সেরা সম্ভাবনাময় অভিনেত্রী রুক্মিনী মৈত্র (ককপিট), সেরা চিত্রনাট্য কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন), সেরা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)।

জনপ্রিয়তায় সেরা অভিনেতা হয়েছেন দেব (চ্যাম্প), সেরা অভিনেত্রী জয়া আহসান, সেরা ছবি ময়ূরাক্ষী।

এলএ/আইআই

আরও পড়ুন