দর্শক মনে রাখবে এমন চরিত্রের চলচ্চিত্রে কাজ করতে চাই : হিমি
গেল বছরে অনুষ্ঠিত হয়ে যাওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ছিল টক অব দ্য কান্ট্রি। এ প্রতিযোগিতায় বিচারকদের নম্বরপত্রে এগিয়ে থাকার পরও মুকুট জয় করা থেকে বাদ পড়ে আলোচনার শীর্ষে ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি। বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করা এ মডেল ও অভিনেত্রী জাগো নিউজের শোবিজে কথা বলেন তার সমসাময়িক বিষয় নিয়ে। তার সাক্ষাৎকার নিয়েছেন ইমরুল নূর
জাগো নিউজ : কেমন যাচ্ছে দিনকাল?
হিমি : খুবই ভালো। পড়াশোনা আর কাজ দুটো নিয়ে বেশ ভালো আছি বলা যায়।
জাগো নিউজ : নতুন বছরের শুরুতে জানতে চাই কেমন কাটলো গেল বছরটা?
হিমি : হা হা হা। বেশ ভালো কেটেছে। তবে একটু আক্ষেপ ছিলো কিন্তু সেটা মিলিয়ে গেছে।
জাগো নিউজ : কিরকম, বিস্তারিত বলুন...
হিমি : আক্ষেপটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে। আর আমি গত বছর ক্যামব্রিয়ান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক দিয়ে জিপিএ ৫ পেয়েছি। ক্যামব্রিয়ানের সকল শাখায় ব্যবসায় শিক্ষা বিভাগে শুধুমাত্র একজন জিপিএ ৫ পেয়েছে সেটা আমি। এটাকে দিয়েই মিলিয়ে নিয়েছি।
জাগো নিউজ : অভিনন্দন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এ আপনার সাথে যে ঘটনাটা হলো সেটাকে কিভাবে নিয়েছেন?
হিমি : অনেক ধন্যবাদ। আসলে ওই বিষয়টা তে একটু খারাপ লেগেছে তবে আমার শুভাকাঙ্খীরা আমাকে যেভাবে সাপোর্ট করেছে তাদের ভালোবাসায় আমি সিক্ত। তারা যে আমাকে যোগ্য মনে করেছে এটাই আমার অনেক বড় পাওয়া।
জাগো নিউজ : বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই
হিমি : বেশকিছু নাটক ও বিজ্ঞাপনের কাজ করেছি। প্রথমবারের মত একটি মিউজিক ভিডিও করেছি ‘দূরত্ব’ শিরোনামে। কাজগুলো থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। কিছুদিন আগে প্রাইম ব্যাংকের আয়োজনে এইচআরএম’র কনসাল্টিং কনফারেন্স প্রোগ্রামে প্রথমবারের মত স্পিকার হিসেবে এটেন্ড করেছিলাম। আমার সাথে ছিলেন চিত্রনায়ক রিয়াজ ভাইয়াসহ আরো অনেকে। বেশ ভালো লেগেছে।
জাগো নিউজ : ইন্ডাস্ট্রিতে আপনার শুরুটা কীভাবে?
হিমি : আমি ছোটবেলা থেকেই নাচ করতাম আর তখন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত হই। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র সব অঙ্গনেই কাজ করেছি।
জাগো নিউজ : আপনি তো একটি সিনেমাও করেছেন। কেমন সাড়া পেয়েছেন?
হিমি : আমার ‘হঠাৎ দেখা’ ছবিটি দুই বাংলাতেই মুক্তি পায়। এ ছবিটির জন্য এখনও অনেক প্রশংসা পাই।
জাগো নিউজ : এ বছর নতুন কোনো ছবিতে দর্শক আপনাকে দেখতে পাবে কী?
হিমি : হয়তো, আবার হয়তো না। অনেক ছবির অফার পেয়েছি। নিজের ব্যক্তিত্ব ক্ষুণ্ন হবে এমন ছবিতে কাজ করতে চাই না। ভিন্ন ধারার মৌলিক কোনো ছবির গল্প হলে অবশ্যই কাজ করবো। তবে গল্পে চরিত্রের দিকটাও খেয়াল রাখবো। দর্শক মনে রাখবে এমন চরিত্রের ছবি করতে চাই।
জাগো নিউজ : নতুন বছরে কাজ নিয়ে প্রত্যাশা কি?
হিমি : দর্শকদের ভালোবাসা নিয়ে সামনের পথটা পারি দিতে চাই। ভালো কাজ দিয়ে নিজের অবস্থানটা আরও মজবুত করতে চাই।
এলএ/আইআই