শুক্রবার আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস
বর্তমান সরকারের চার বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল এক কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এটি। ‘উন্নয়ন ও সাফল্যের চার বছর’ শীর্ষক কনসার্টে গাইবেন উপমহাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার দল নগর বাউল।
আয়োজক সূত্রে জানা গেছে, এই কনসার্টে আরও গান পরিবেশন করবে দলছুট, সোলস, মমতাজ, চিরকুট। থাকবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি মনোজ্ঞ পরিবেশনা।
অনলাইন রেজিস্ট্রেশনের মধ্যমে যে কেউ কনসার্টটিটে উপস্থিত থাকতে পারবেন। ডা. নুজহাত চৌধুরী এবং তানিয়া হোসেনের উপস্থাপনা এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটটি দেশ টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।
এলএ/আইআই