ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চট্টগ্রামে যাত্রা করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

প্রায় একযুগ ধরে রাজধানীতে দেশের সবচেয়ে সক্রিয় চলচ্চিত্র সংসদ হিসেবে ভূমিকা পালন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ঢাকার বাইরে ২০০৯ সাল থেকে সিলেটে সংগঠনটি সক্রিয়ভাবে চলচ্চিত্রচর্চা ও চলচ্চিত্র শিক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় আগামী ১২ জানুয়ারি থেকে বিভাগীয় শহর চট্টগ্রামেও শুরু হচ্ছে তাদের পথচলা।

চট্টগ্রামে ১২ জানুয়ারি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। এই কোর্স আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপি এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে পাঠদান করা হবে।

তথ্যটি জানিয়ে মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন, ‘সিলেটের পর চট্টগ্রামে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। কার্যক্রমের শুরুতেই আমরা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বা চলচ্চিত্র আস্বাদন বা অনুধাবনের কর্মশালার আয়োজন করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে নতুন নতুন আরও অনেক চলচ্চিত্র বিষয়ক কর্মসূচির পরিকল্পনা আমরা করছি। আমরা আশা করছি, চট্টগ্রামের চলচ্চিত্রপ্রেমী এবং চলচ্চিত্র উৎসাহী মানুষের জন্য আমাদের কার্যক্রম সহায়ক হয়ে উঠবে।’

তিনি জানান, এই কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্যচলচ্চিত্র, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।

কোর্সে পাঠদান করবেন চলচ্চিত্র শব্দ প্রকৌশলী ও নির্মাতা রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, ওয়াহিদ তারেক, নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন এবং নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

দু’দিনব্যাপী এ কোর্স প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কোর্সে নিবন্ধনের শেষ তারিখ ১০ জানুয়ারি ২০১৮।

নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র চট্টগ্রাম অস্থায়ী কার্যালয়- জাবেদ টাওয়ার, ৫ম তলা, ফ্ল্যাট নং ডি-৪, ৪৮৫ শেখ মুজিব রোড (উত্তরা মোটরসের বিপরীতে), চট্টগ্রাম।

এলএ/এমএস

আরও পড়ুন