ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বছরের প্রথম দিনেই মা হলেন সুনিধি চৌহান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

জীবনের সেরা আনন্দ নিয়েই শুরু হল বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের নতুন বছর। তিনি মা হয়েছেন বছরের প্রথম দিনেই। জানা গেছে, ১ জানুয়ারি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মুম্বাইয়ের সূর্য হাসপাতালে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে জন্ম নেয় তার সন্তান। অনেক আগে থেকেই সুনিধির প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়েছিলো সংবাদ মাধ্যমে। তবে এ নিয়ে কোনও লুকোচুরি করেননি তিনি। বছরের শুরুতে সুনিধি-হিতেশের সংসারে এখন খুশির জোয়ার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রিয় শিল্পীর মা হওয়ার খবরে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। সুনিধির পরিবারের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মা-ছেলে দুজনেই সুস্থ রয়েছেন। ছেলের নাম এখনো ঠিক করা হয়নি। তবে শিগগিরই পারিবারিক আয়োজনের উৎসব আমেজে পুত্রের নাম রাখবেন সুনিধি-হিতেশ দম্পতি।

মাত্র চার বছর বয়সেই সংগীত জগতে ক্যারিয়ার শুরু করেছিলেন সুনিধি। শীলা কি জাওয়ানি, বিড়ি জ্বালাইলে, দেশি গার্ল, এমনই বহু সুপারহিট গান উপহার দিয়ে সুনিধি এখন বলিউডে শীর্ষ সারির গায়িকা। বিশেষ করে আইটেম গানের কণ্ঠ হিসেবে এই শিল্পীর রয়েছে বাড়তি কদর।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ/আইআই

আরও পড়ুন

বিজ্ঞাপন