ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ট্রেলারেই তোলপাড় ব্যাটম্যান ভ্যার্সেস সুপারম্যানের! (ভিডিও)

প্রকাশিত: ০৯:১১ এএম, ১২ জুলাই ২০১৫

সুপারহিরো ভক্তরা এবার নড়েচড়ে বসতেই পারেন। অপেক্ষার দিন যে ফুরাতে চলেছে। আট মাস পরেই প্রেক্ষাগৃহে আসছে দুই সুপারহিরো ব্যাটম্যান ও সুপারম্যানকে নিয়ে নির্মিত ছবি ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। যা নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে গেছে ভাইরাল দুনিয়ায়। এপ্রিলে মুক্তি পাওয়া টিজারে যে চমক ছিল, ট্রেলারে তা বহুগুণ বাড়িয়ে দিল। নিঃসন্দেহে গত কয়েক বছরে মুক্তি পাওয়া যে কোনো সুপারহিরো বা কল্পবিজ্ঞান সিনেমাকে টেক্কা দিতে চলেছে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’।

৩ মিনিট ৪০ সেকেন্ডের ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ট্রেলার শনিবার রাতে অনলাইনে মুক্তি পায়। কয়েক ঘণ্টার মধ্যে ১৬ লাখবারের মতো দেখা হয়ে গেছে ইউটিউবে। কমিক-কনেও নাকি এমন ঘটনা ঘটেছে। চারদিকে শুধু চিৎকার, ‘আবার আবার আবার!’ আসলে ট্রেলারটি একবার দেখে মন ভরছে না। প্রত্যেকটা দৃশ্যে আছে চমক আর লুকানো গল্প।

ছবিটিতে ব্যাটম্যানের চরিত্রে বেন এ্যাফ্লেক ও সুপারম্যানরূপী দেখা যাবে ক্লার্ক কেন্টকে। সিনেমাটিতে নতুন সংযোজন হিসেবে পাওয়া যাবে ওয়ান্ডার উইম্যানকে খ্যাত গ্যাল গাডট। আমাজনের নারী যোদ্ধাদের মতো পোশাকে তাকে বেশ মারকুটে ভূমিকায় দেখা যাবে। আরও পাওয়া যাবে লেক্স লেথারকে। এ চরিত্রে আছেন ‘দ্য সোশাল নেটওয়ার্ক’ তারকা জেস আইজেনবার্গ। তাকে দেখা যায় সুপারম্যানের বিচারে প্রভাব বিস্তারকারী ভূমিকায়।

নতুন এ ট্রেলার বলছে, ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’-এ উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের ছায়া। বন্যার দৃশ্য মনে করিয়ে দেন হারিকেন ক্যাটরিনা পরবর্তী সময়, রকেটের বিস্ফোরণ মনে করিয়ে দেয় মহাকাশযান চ্যালেঞ্জারকে। আর উইনি টাওয়ারের ধ্বংসযজ্ঞ মনে করিয়ে দেয় ৯/১১-কে। সব মিলিয়ে পরিচালক জ্যাক সিন্ডার বাস্তব-অবাস্তবের মিশেলে অসাধারণ ডার্ক ফিলিংস তৈরি করেছেন।

ট্রেলারের সূত্রে আরও বলা যায়, সুপারহিরোদের মধ্যে লড়াই বাধিয়ে মার্ভেলকে একহাত দেখিয়ে দিল ডিসি কমিকস। মার্ভেলের ‘সিভিল ওয়ার’-এ অনেক সুপারহিরোকে পরস্পরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। কিন্তু তার জন্য আরও অনেক দিন অপেক্ষা করতে হবে। ফলে মার্ভেলের জন্য চ্যালেঞ্জ বাড়ল।

‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন- এমি এডামস, লরেন্স ফিসবর্ন, ডায়ান লেন, পেরি হোয়াইট, হলি হান্টার ও জেসন মোমোয়া। জ্যাক সিন্ডার ও ডেভিড এস গোয়ার গল্প থেকে চিত্রনাট্য লিখেছেন ক্রিস টেরিও। ২০ কোটি ডলারের বেশি বাজেটে নির্মিত চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২০১৬ সালের ২৫ মার্চ।



এলএ/এমআরআই