ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বঙ্গমেলায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে ওয়ার্দা রিহাব

প্রকাশিত: ০৭:৪৩ এএম, ১২ জুলাই ২০১৫

বিদেশের বুকে বাঙ্গালিদের উদ্যোগে জনপ্রিয় একটি অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‌‘বঙ্গমেলা উৎসব’। উৎসবের গ্রান্ড ওপেনিং উৎসবে অংশগ্রহণের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন দেশের প্রখ্যাত নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব ও তার দল ধৃতি নাট্যালয়।

দেশ ছাড়ার আগে এই গুণী শিল্পী জানান, আগামী ২৫ জুলাই বঙ্গমেলা উৎসবে ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠানে তিনি ও তার দল কোরিওগ্রাফিতে অংশ নেবেন। এছাড়াও এই উৎসবে তার পরিচালনায় নৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশিত হবে আগামী ২৬ জুলাই।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর যেমন টেক্সাস, নিউ ইয়র্ক, ভারজিনিয়া, কান্সাস প্রভৃতি থেকে শিল্পীরা আসবেন এই উৎসবে অংশ নেয়ার জন্য। ওয়ার্দা রিহাবের কোরিওগ্রাফিতে তার দল ‘ধৃতি নাট্যালয়’র প্রায় ৪০ জন নৃত্যশিল্পী যুক্তরাষ্ট্রের এই উৎসবে অংশগ্রহণ করছে।

ওয়ার্দা রিহাব বলেন, ‘এই উৎসবে অংশগ্রহনের আহ্বান পেয়ে আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি। বিদেশের বুকে বাঙ্গালিদের উদ্যোগে করা এই উৎসব আমাদের শিল্প ও সংস্কৃতিকে সবার সাথে পরিচয় করাতে একটি বড় ভুমিকা রাখে। আমি ও আমার দল এই উৎসবে অংশ গ্রহণের ডাক পেয়ে খুবই আনন্দিত। আমরা একটি নাচের কোরিওগ্রাফি ও আমার পরিচালিত নৃত্যনাট্য শ্যামা পরিবেশন করব এই উৎসবে। আশা করছি দর্শকরা আমাদের এই পরিবেশনায় মুগ্ধ হবেন।’

এই উৎসবে দেশবরেণ্য নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ছাড়াও আরও অনেক খ্যাতনামা গুনী শিল্পীরা অংশগ্রহণ করবেন। যারা হলেন, শুভমিতা ব্যানার্জী, শুচিস্মিতা দাস, প্রিয়াঙ্কা গোপী, সৈকত মিত্র, লাইসা আহম্মেদ লিসা, সফী মন্ডল, ফাহমিদা নবী। দুইদিনব্যাপি এই উৎসব চলবে ২৫ ও ২৬ জুলাই।

প্রসঙ্গত, একজন আন্তর্জাতিক মানের প্রফেশনাল ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব। বর্তমানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের নৃত্যশিক্ষক হিসেবে দায়িক্ত পালন করছেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী বেলায়েত হোসেব খান, শান্তিবালা সিনহা,শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং তামান্না রহমানের কাছে নৃত্যে হাতেখড়ি নেন। গুরু কলাবতী দেবীর তত্ত্বাবধানে রবিন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মনিপুরী নৃত্যে উচ্চতর শিক্ষা নেন এবং থৈবা সিং ও ওঝা রণজীৎ-এর কাছে মনিপুরি মার্শাল আর্ট ‘থান টা’ শিখেন।

কাজের স্বীকৃতি স্বরূপ এই চমৎকার মন ও মননের শিল্পী দেশ ও দেশের বাইরে থেকে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সন্মাননা।


এলএ