ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হাসপাতালে ভর্তি নির্মাতা মাসুদ সেজান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:১৭ এএম, ১৩ ডিসেম্বর ২০১৭

বুকের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় নির্মাতা মাসুদ সেজান। গেল ১০ ডিসেম্বর মধ্যাহ্নভোজের পর বুকে ব্যথা উঠলে মাসুদ সেজানকে দ্রুত রাজধানীর উত্তরার একটি বেসকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন তিনি সেখানে সিসিইউ তে রয়েছেন।

জাগো নিউজকে এমনটাই জানিয়েছেন মাসুদ সেজানের ছোট ভাই আসাদ রহমান। জানান, মাসুদ ভাই এখন অনেকটা ভালো আছেন। কথা বলতে পারছেন। তবে কেউ পাশে যাচ্ছেন না। ডাক্তার তার সার্বক্ষণিক দেখভাল করছে। আজ এনজিও গ্রাম করানো হবে। তারপর বোঝা যাবে আসলে কি হয়েছে!’

তিনি বলেন, ‘গ্যাস ছাড়া ওনার শারীরিক অন্য কোনো সমস্যা নেই। এর আগে এমন সমস্যাও হয়নি। এবার প্রথম। অনেক টেস্ট করানো হয়েছে। রিপোর্টে কিছু ধরা পড়েনি। দ্বিতীয় রিপোর্টে ধরা পড়েছে হার্টে রক্তের সার্কুলেশন কমে গেছে। স্বাভাবিক অবস্থার মত নেই। সেজন্য সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে। আর ফাইনাল রিপোর্ট জানা যাবে আজ এনজিও গ্রাম করার পর। সবাই ওনার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারেন।’

মাসুদ সেজনা টিভি নাটকের জনপ্রিয় নির্দেশক। তিনি নির্মাণ করেছেন চলিতেছে সার্কাস, ডুগডুগি, ‘পল্টিবাজ’, ‘অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল’, ‘ফোর সাবজেক্ট’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়া ছিল’, ‘সুখ টান’, ‘হাতেম আলী’ ছাড়াও অর্ধশতাধিক খণ্ড নাটক।

এনই/এলএ

আরও পড়ুন