স্বপ্নকন্যার খোঁজে চিত্রশিল্পী জাহিদ হাসান
ক্যারিয়ারজুড়ে বৈচিত্রময় চরিত্রে কাজ করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা জাহিদ হাসান। এবার জাকির হোসেন উজ্জ্বলের রচনা ও জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় ঈদের জন্য নির্মিত নাটকে চিত্রশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাকে। যিনি খুঁজে চলেছেন এক স্বপ্নকন্যাকে।
নাটকটিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন রাজী আলী, আল মনসুর, মমিন বাবু, সঞ্জিব আহমেদ, সাইদ সাখাওয়াত এবং আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে মুহিত একজন চিত্রশিল্পী। ছোটবেলা বাবা-মাকে হারানোর পর একাকি থাকার অভ্যাসটা বেশ ভালভাবেই রপ্ত করেছে সে। তার একাকিত্বের দিনগুলোতো সঙ্গী হয়েছে রংতুলি আর ইজেল। অনেকটা আত্মকেন্দ্রিক মুহিত বিশাল একটা বাড়িতে চুপচাপ একাকি সময় কাটায় ছবি এঁকে। তাকে দেখাশুনা করে তার মতোই পরিবার পরিজন ছাড়া যুবক রমিজ।
সবকিছুই ঠিক চলছিলো। কিন্তু ইদানিং একটা মেয়ের ছবি আঁকতে গিয়ে মুহিত আটকে যাচ্ছে বারবার। ইজেলে আঁকা অসম্পূর্ণ ছবিটার দিকে তাকিয়ে বারবার মনে হয়- মেয়েটাকে কোথায় যেন দেখেছে সে। এই সেই ভেবে ছবিটা আঁকা আর শেষ হয় না।
একদিন সন্ধ্যায় ইজেলে অসমাপ্ত ছবিটার দিকে তাকিয়ে হঠাৎ তাকিয়ে দেখে মেয়েটা তার সামনে দাঁড়িয়ে। একবার ছবিটার দিকে তাকিয়ে আরেকবার মেয়েটার দিকে তাকিয়ে দ্বিধায় পড়ে যায় ও। সে রাতেই আবিষ্কার করে মেয়েটা ওর ঘরে এসে ছবিটা আঁকতে সাহায্য করে। তারপর প্রতিদিনই ছবি আঁকার জন্য কখনো কক্সবাজার সমুদ্র সৈকতে কখনো বা পাহাড়ে ঘুরে বেড়ায় স্বপ্নকন্যার হাত ধরে। মুহিতের ভেতর এক ধরণের অসস্তি তৈরি হয়। তার কিছু ভাল লাগে না।
হঠাৎ করে ওর কক্সবাজারের কথা মনে পড়ে। মেয়েটাকে যতবার স্বপ্নে দেখেছে কক্সবাজারে দেখেছে। ওখানে গেলে নিশ্চয় তাকে পাওয়া যাবে। মুহিত কক্সবাজার চলে যায় তার আঁকা একটা ছবি নিয়ে। তারপর দেখতে হবে টিভির পর্দায়।
আসছে রোজা ঈদে চ্যানেল নাইনে ঈদের পঞ্চমদিন সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘স্বপ্নকন্যা’।
এলএ/পিআর