যেসব হলে মুক্তি পাচ্ছে ককপিট
কলকাতার সুপারস্টার দেব ও বাংলাদেশের চিত্রনায়ক রোশান অভিনীত ‘ককপিট’ মুক্তি পেয়েছে আজ (শুক্রবার)। দেশের ৮২টি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। এর আগে দুর্গা পূজা উপলক্ষে ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছিল।
বাংলাদেশে ‘ককপিট’ মুক্তি দিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন দেব। তার সঙ্গে আরও রয়েছেন কোয়েল মল্লিক, রুক্ষিণী মৈত্র ও বাংলাদেশের নাদের চৌধুরী।
আর বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন ‘চাঁদের পাহাড়’ খ্যাত নির্মাতা কমলেশ্বর মুখার্জি।
ঢাকার যেসব হলে মুক্তি পাচ্ছে ‘ককপিট’ সেগুলো হলো- ঢাকা ব্লক বাস্টার, বলাকা, শ্যামলী, মধুমিতা, সনি, চিত্রামহল, মুক্তি, সেনা, গীত, ফ্যান্টাসি, পদ্মা, রানী মহল(ডেমরা)।
ঢাকার বাইরে- চাঁদ মহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), সেনা (সাভার), নন্দিতা (সিলেট), উপহার (রাজশাহী), ছায়াবাণী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), রুপকথা (পাবনা), মডার্ন (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), শঙ্খ (খুলনা), চিত্রালী (খুলনা), দিনার (চট্টগ্রাম), ঝংকার (পাচদোনা), পান্না (মুক্তারপুর), কাকলী (শেরপুর), মনোয়ার (জামালপুর), কেয়া (টাঙ্গাইল), মানসী (কিশোরগঞ্জ), হীরামন (নেত্রকোনা)। নবীন (মানিকগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), তুলি (নাভারণ), তিতাস (পটুয়াখালী), চিত্রবাণী (গোপালগঞ্জ), প্রিয়া (ঝিনাইদহ), গৌরি (শাহজাদপুর), হীরক (গোবিন্দগঞ্জ), নিউ রজনীগন্ধা (চালাকচর), কল্লোল (মধুপুর), রাজিয়া (নাগরপুর), অন্তরা (মেলান্দহ), বর্ণালী (নোয়াপাড়া), ছন্দা (পটিয়া), ঝর্না (দাউদকান্দি), সিক্তা (ধুনট), রাজ (কুলিয়ারচর), দুলাল (ফেনী), ফিরোজ মহল (পাগলা), হ্যাপী (লক্ষ্মীপুর)।
মিলন (মাদারীপুর), মধুমিতা (মাগুরা), মনিকা (শায়েস্তাগঞ্জ), মেহেরপুর (মেহেরপুর), রুনা (চালাকচর), সাগর (কালিয়াকৈর), আলতা (সরিষাবাড়ি), মায়াবী (আখাউড়া), মমতাজ (সিরাজগঞ্জ), সোনিয়া (বগুড়া), মুন (হোমনা), সাধনা (রাজবাড়ী), আলমডাঙ্গা (আলমডাঙ্গা), অনামিকা (পিরোজপুর), আনন্দ (তানোর), আয়না (আক্কেলপুর)।
বাবু টকিজ (কিশোরগঞ্জ), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট), জনতা (জলঢাকা), লাইট হাউজ (পারুলিয়া), মমতাজ মহল (নীলফামারী), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), সোনালী (ঘোড়াঘাট), সনি (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ), ও গ্যারিসন (দয়ারামপুর ক্যান্ট)।
বহুল আলোচিত ছবি ককপিট বাংলাদেশে মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। এ ছবির বিনিময়ে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে ‘ধ্যাততেরিকি’।
এনই/এমএমজেড/আইআই