‘ভালো থেকো’ ছবির মুক্তি স্থগিত
জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ ছবিটি ২২ ডিসেম্বর মুক্তির কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই তারিখে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে। এ ছবিটি প্রযোজনা করেছেন ‘দ্য অভি কথাচিত্র’।
প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি আজ (সোমবার) দুপুরে জাগো নিউজকে বলেন, ‘২২ ডিসেম্বর ‘‘ভালো থেকো’’ ছবির মুক্তি স্থগিত করা হয়েছে।’’ প্রযোজক অভি বলেন, ‘বছরের শেষ দিকে ছবির ব্যবসা ভালো যায় না। তাছাড়া হল মালিকরা চাচ্ছেন এখন যেন ছবিটি মুক্তি না দেই। সেজন্য মুক্তির তারিখ আপাতত স্থগিত করেছি।’
আগামী বছরের প্রথমদিকে ‘ভালো থেকো’ মুক্তি দেয়া হবে। শিগগির নতুন করে মুক্তির তারিখ চূড়ান্তভাবে জানাবেন প্রযোজক অভি। ‘ভালো থেকো’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও তানহা তাসনিয়া। এই চিত্রনায়িকা বলেন, ‘ভালো থেকো’ মুক্তি পাবে না ২২ ডিসেম্বর। আগামী বছর নাকি মুক্তি পাবে। আমি এমনটাই শুনেছি।’
ছবির পরিচালক জাকির হোসেন রাজু জাগো নিউজকে বলেন, ‘‘সিনেমা বানানোর দায়িত্ব পরিচালকের, মুক্তির বিষয়টি প্রযোজকের ব্যাপার। প্রথমে শুনেছিলাম ঈদে মুক্তি পাবে ‘ভালো থেকো’। পরে জানানো হয় ঈদে নয়, ২২ ডিসেম্বর মুক্তি পাবে। কিন্তু এখন জেনেছি ওই তারিখে মুক্তি দেয়া হবে না। আগামী বছর মুক্তি দেয়া হবে।’’
শুভ-তানহা ছাড়াও ‘ভালো থেকো’ ছবিতে অভিনয় করেছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, তানিন সুবাহ, রেবেকা প্রমুখ। গেল বছর ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির কাজ শুরু হয়। ‘ভালো থেকো’র সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভী।
এনই/পিআর