ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রাঙামাটিতে নাচবেন ওমর সানী-মৌসুমী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৯ এএম, ২৯ নভেম্বর ২০১৭

স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে বিরাজ করছিল হানাহানি ও সংঘাত। এরপর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই পাহাড়িদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।

এ পার্বত্য শান্তি চুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার রাঙামাটি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট ‘শান্তি চুক্তির দুই দশক পূর্তি’। সেখানে নাচবেন তারকা দম্পতি ওমর সানীমোসুমী। তারা জনপ্রিয় সব ছবির গানে মঞ্চ মাতাবেন।

জানা গেছে, রূপালী পর্দার সফল এ দম্পতি অনেকদিন পর একসঙ্গে আবার স্টেজ শোতে অংশ নিতে যাচ্ছেন। ওমর সানী-মোসুমীর নাচ ছাড়াও মঞ্চে গাইবেন ফোক সম্রাজ্ঞী মমতাজ, কণ্ঠশিল্পী কনক চাঁপা, ব্যান্ডদল ফিডব্যাক, বাংলাদেশি আইডল খ্যাত মং, হৈমন্তী রক্ষিত মান প্রমুখ।

এ কনসার্টটি উপস্থাপনা করবেন তানিয়া হোসেন এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাশে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলমগীর হোসেনের প্রযোজনায় ‘শান্তি চুক্তির দুই দশক পূর্তি’ কনসার্টটি দেশ টিভিতে সরাসরি সম্প্রচার হবে আগামী শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এনই/আরআইপি

আরও পড়ুন