বিশাল পোস্টারে আলোচনায় চল পালাই!
ভালো সিনেমাও প্রচারের অভাবে হল পায় না, দর্শক পায় না। তাই সিনেমার সাফল্যের গুরুত্বপূর্ণ উপাদান এখন প্রচার। যার প্রচারণা যতো ভালো ও বৈচিত্রময় তার সিনেমার প্রতি দর্শকের আগ্রহও তত বেশি। সম্প্রতি ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’র মতো ছবিগুলো সেই প্রমাণ দিয়ে গেল।
সেই ধারাবাহিকতায় হাঁটছে দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’ সিনেমাটি। আসছে ৮ ডিসেম্বর ছবিটি দেশজুড়ে মুক্তি পাচ্ছে। ত্রিভুজ প্রেমের ছবিটিতে অভিনয় অভিনয় করেছন শাহ রিয়াজ, তমা মির্জা ও শিপন মিত্রসসহ চলচ্চিত্রের এক ঝাঁক তারকা।
সেন্সর ছাড়পত্র পেয়ে ছবিটি এখন প্রচারণায় মুখরিত। তারই অংশ হিসেবে পোস্টার বানিয়ে রেকর্ড করলো ‘চল পালাই’। কাকরাইলের ছবি পাড়ায় ঝুলছে ৪০ ফুট বাই ১২ ফুট আকারের বিশাল পোস্টার। এই স্থানটিতে মুক্তি পাওয়া নতুন ছবির পোস্টার ঝুলানো থাকে সবসময়। কিন্ত এতো বড়ে পোস্টার এর আগে কেউ দেখেননি। এটি সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড বলেও দাবি করলেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।
তিনি বলেন, ‘ঢাকার কাকরাইলে অবস্থিত চলচ্চিত্র পাড়ায় নতুন ছবির পোস্টারের জন্য নির্ধারিত স্থান আছে। চলচ্চিত্রের মানুষদের কাছে এই স্থানটির বিশেষ আগ্রহ রয়েছে। এখানে প্রতি সপ্তাহেই বিশাল বিশাল পোস্টার ঝুলতে দেখা যায়। তবে ঢাকাই চলচ্চিত্রের এত বছরের ইতিহাসে সবচেয়ে বড় ব্যানারটি ‘চল পালাই’ সিনেমার। কাকরাইল পাড়ায় এখন এই ছবিটিই রয়েছে সবার আলোচনায়।’
এদিকে ৮ ডিসেম্বর কলকাতার ছবি ‘ককপিট’ মুক্তি পাচ্ছে সাফটা চুক্তিতে। এতে দেব-কোয়েল অভিনয় করেছন। এই ছবির মুক্তিকে ঢাকাই ছবিকে অন্ধকারে নিয়ে যাবার ষড়যন্ত্র হিসেবেই দেখছেন দেবাশীষ। তিনি জাগো নিউজকে বলেন, ‘দর্শকদের প্রথমেই বলবো- বাংলা নয়, বাংলাদেশি চলচ্চিত্রের সাথে থাকুন! এর আগেও অনেক বড় বাজেটের ছবি দিয়ে ঢাকাই সিনেমাকে টেক্কা দেয়ার চেষ্টা হয়েছে। এবার আমাকে টার্গেট করা হয়েছে। আমি এসব ভয় পাই না। কলকাতার কোনো নায়কের ছবি এপারে চলেনি আর চলবেও না। দর্শক ‘চল পালাই’-কে ব্যবসা সফল করে সেই প্রমাণ দেবে বলেই আমি আশাবাদী।’
‘ককপিট’ ছবির প্রচারণায় ঢাকায় আসছেন দেব। এ প্রসঙ্গে দেবাশীষ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সবসময় কলকাতার চলচ্চিত্র বয়কট করে যাচ্ছে। তাদের কোনো ছবি ব্যবসা করতে পারেনি। আমাদের দেশের ছবি দর্শক হলে গিয়ে দেখতে পছন্দ করেন। তাই আমাদের দেশের চলচ্চিত্র বাঁচাতে দেব ঢাকায় এলে তার বিরুদ্ধে মানববন্ধন করব।’