ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সানী জুবায়েরের চাঁদের সরোবরে

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৪ জুলাই ২০১৫

বাজারে এসেছে কণ্ঠশিল্পী সানী জুবায়েরের অষ্টম একক অ্যালবাম ‌‘চাঁদের সরোবরে’। জি-সিরিজ থেকে প্রকাশ হওয়া এই অ্যালবামে রয়েছে মোট ৮টি গান।

গানগুলোর কথা লিখেছেন স্যামুয়েল হক। এছাড়াও অ্যালবামটির সবগুলো গানের সুর করেছেন ফয়সাল আহমেদ ও সঙ্গীতায়োজন করেছেন মেহেদী হাসান।

শ্রোতারা অ্যালবামে শুনতে পাবেন ‘চাঁদের সরোবরে’, ‘মুখটা তোমার’, ‘মন খারাপ’, ‘নিদ্রাহীন’, ‘মাগো মা’, ‘ভাসিয়ে অকূলে’, ‘তোমার সুরে’ ও ‘চোখের জলে’ শিরোনামের গান।

নিজের অষ্টম একক নিয়ে সানী জুবায়ের বলেন, ‘অনেক যত্ন নিয়ে অ্যালবামটি তৈরি করেছি। এতে চমৎকার কথা ও ‍সুরের গান আছে। সব শ্রেণির শ্রোতাদের রুচি ও ভালো লাগাকে প্রাধান্য দিয়ে গান করেছি। আশা করছি গানের মন্দার  এই বাজারে আমার অ্যালবামটি শ্রোতাদের নিরাশ করবে না।’

উল্লেখ্য, সানী জুবায়েরের প্রকাশিত অ্যালবামের মধ্যে আছে ‘নির্জন স্বাক্ষর’, ‘আপনা খেয়াল’, ‘অজস্র কবিতা’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘যুগলসন্ধি’ ও ‘কেন মেঘের ছায়া’।


এলএ