সড়ক দুর্ঘটনায় আহত হেমা মালিনী : চালক আটক
বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য হেমা মালিনী বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এই ঘটনায় হেমা মালিনীর গাড়িচালক মহেশ ঠাকুরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ধারণা করছে, হেমা মালিনীর গাড়িতে অতিরিক্ত গতি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাজস্থানের দৌসায় ১১ নম্বর জাতীয় সড়কে রাত ৯টার দিকে হেমা মালিনীর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে, সোনম নামের ৪ বছরের একটি শিশুকন্যা নিহত হয় এবং গুরুতর আহত হন হেমা মালিনী।
দুর্ঘটনায় হেমা মালিনীর কপাল ফেটে যায়। গুরুতর ছোট লাগে পা ও পিটে। ঘটনার পরপরই হেমাকে জয়পুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই, তার কপালে সেলাই করা হয়েছে, সিটি স্ক্যানও করা হয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, হেমার অবস্থা স্থিতিশীল এবং চোট গুরুতর নয়। কয়েক দিনের মধ্যেই তিনি সুস্থ্য হয়ে উঠবেন।
প্রসঙ্গত, ২০০০ সালের ১১ জুন এই দৌসা এলাকাতেই পথ দুর্ঘটনায় মারা যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা রাজেশ পাইলট।
এসকেডি/এআরএস/এমএস