ইয়েতি অভিযান আসছে ২৪ নভেম্বর, অনিশ্চিত শাকিবের বসগিরি
ক’দিন আগে শোনা গিয়েছিল সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পাবে ‘ইয়েতি অভিযান’। তার বিনিময়ে যাবে শাকিব খানের ‘বসগিরি’। খবরটি জানিয়েছিল ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার এই প্রযোজনা কলকাতার ছবিটির মুক্তির তারিখ নিশ্চিত করলো। আসছে ২৪ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাবে সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতি অভিযান’। এরইমধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। তবে ‘বসগিরি’র মুক্তি এখনো অনিশ্চিত।
সেন্সর সচিব জালাল উদ্দিন মুন্সী জাগো নিউজকে বলেন, ‘গত ২৯ অক্টোবর রবিবার ‘ইয়েতি অভিযান’ ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা পড়ে। গত সপ্তাহে সেন্সর সনদ দেওয়া হয়েছে। এই ছবি মুক্তিতে কোনো বাঁধা নেই।’
খ্যাতনামা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের তৃতীয় উপন্যাস ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ইয়েতি অভিযান’। ছবিটি নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। এতে অভিনয় করছেন প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, বাংলাদেশের ফেরদৌস, মিমসহ আরও অনেক তারকা। গত ২২ সেপ্টেম্বর দুর্গাপূজায় কলকাতায় মুক্তি পেয়েছে। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান ভেংকটেশ ফিল্মস ছবিটি প্রযোজনা করেছে।
এর আগে যৌথ প্রযোজনায় ‘ইয়েতি অভিযান’ নির্মিত হচ্ছে জানা গেলেও নির্মাণের মাঝে যৌথ প্রযোজনা থেকে সরে আসে জাজ মাল্টিমিডিয়া।
সাফটা চুক্তির নীতিতে ‘ইয়েতি অভিযান’র বিপরীতে কলকাতায় যাচ্ছে শাকিব খান-বুবলীর বসগীরি ছবিটি। তবে এই ছবিটি কবে কলকাতায় মুক্তি পাবে সেটি জানা যায়নি।
এনই/এলএ