টলিউডে তেলবাজির প্রভাব বেশি : অভিষেক
ভারতের এক সময়ের নামী অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় আবার ফিরেছেন পর্দায়। তবে সেই চিরচেনা সিনেমার পর্দায় নয়, এবার তিনি ফিরেছেন ছোট পর্দায়। বড় পর্দা থেকে ছোট পর্দায় ফেরার কারণ হিসেবে তিনি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এতো বুড়ো হয়ে যাইনি যে, দেব কিংবা জিতের বাবার চরিত্রে অভিনয় করব। আর কেনই বা বাবার চরিত্রে অভিনয় করব?
অভিষেক বলেন, এখনও মুম্বাইতে আমির, শাহরুখ, সালমান, অক্ষয়দের তো নায়ক হিসেবে দেখা যাচ্ছে। আসলে এখানে প্রতিভার চেয়ে তেলবাজিটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। এখন টলিউডে তেলবাজির প্রভাব বেশি। আমাদের সময়কার কেউ কেউ তেল দিয়ে এখনও কাজ করছে। সেটা আমি পারব না। আমি কাউকে পরোয়া করি না।
উল্লেখ্য, সিনেমা থেকে দূরে যাওয়ার পর অভিষেক যাত্রার অভিনয়ে যোগ দেন। টানা দশ বছরেরও বেশি যাত্রাতে অভিনয় করেছেন তিনি। তারপর টেলিভিশনে ফেরার অফার পান। প্রথম কাজ ছিল পিতা। সম্প্রতি তিনি কুসুমদোলা এবং অন্দরমহল নামক দুটি ধারাবাহিকে অভিনয় করেছেন।
এনই/এমআরএম/এমএস