ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চ্যানেল আইতে হুমায়ূন মেলা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২২ এএম, ১২ নভেম্বর ২০১৭

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মদিন আগামীকাল সোমবার (১৩ নভেম্বর)। দিনটিকে কেন্দ্র করে বর্ণিল আয়োজন থাকছে দেশীয় টিভি চ্যানেলগুলোতে। প্রচার হবে স্মরণানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, হুমায়ূন আহমেদের নির্মিত চলচ্চিত্র।

তার মধ্যে চ্যানেল আই আয়োজন করছে দিনব্যাপী হুমায়ূন মেলার। এসিআই পিওর সল্ট-এর পৃষ্টপোষকতায় ১৩ নভেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা’। এদিন বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত হবে।

ওইদিন বিকেল ৩টা ৫ মিনিটে তেজগাঁওস্থ চ্যানেল আই চত্বরে হুমায়ূন মেলা’র উদ্বোধন পর্বে উপস্থিত থাকবেন নাট্যব্যক্তিত্ব, কবি-সাহিত্যিকসহ দেশের বিভিন্ন অঙ্গণের তারকারা। চ্যানেল আই পরিচালকবৃন্দ, জাতীয় দৈনিকের সম্পাদক ও হুমায়ূন আহমেদ পরিবারের সদস্যরা।

মেলায় থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র, নাটকসহ তার কর্মজীবনের নানা সামগ্রীর স্টল। মেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলা প্রাঙ্গণ মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণ পর্ব ইত্যাদি। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।

এলএ

আরও পড়ুন