ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ছুটির দিনে জমজমাট ফোক ফেস্ট

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৩ পিএম, ১০ নভেম্বর ২০১৭

বাংলার মাটির গান, বাঙালির প্রাণের গান-লোকগান। লালন-হাছন আর বাউল আব্দুল করিমের মতো অসংখ্য কালজয়ী সংগীত সাধকেরা সমৃদ্ধ করেছেন দেশের লোকগানের ভাণ্ডারকে। বরাবরই এসব গানের শ্রোতা বাঙালি। সেই প্রিয় গানকে বিশ্বে ছড়িয়ে দিতে এবং আবেদন হারানো লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গেল দুই বছর ধরে সান ইভেন্টস আয়োজন করছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তৃতীয়বারের মতো শুরু হয়েছে লোকসংগীতের এই আন্তর্জাতিক আসর। বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় শিল্পীরা এখানে অংশ নিচ্ছেন। উৎসবের দ্বিতীয় দিন আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বিকেল ৫টা থেকেই দর্শকরা হাজির হয়েছেন উৎসব প্রাঙ্গণ ঢাকার আর্মি স্টেডিয়ামে। কেউ আসছেন বন্ধুদের নিয়ে দল বেঁধে, কেউ পরিবার-পরিজন নিয়ে হৈ চৈ করে প্রবেশ করছেন ফোক ফেস্টে। আশা করা হচ্ছে আজ জনসমুদ্রে পরিণত হবে আর্মি স্টেডিয়াম।

নিরাপত্তার চাদরে ঢাকা মেরিল নিবেদিত এ অনুষ্ঠানটি দ্বিতীয় দিনের শুরুতেই দর্শকদের সংগীত উপভোগে আমন্ত্রণ জানাবে বাংলাদেশের গানের দল বাউলা (বাংলাদেশ)। এরপর আসবেন বাংলাদেশের প্রখ্যাত গায়ক আরিফ দেওয়ান, কুটুম্বা (নেপাল), মিকাল হাসান ব্যান্ড (পাকিস্তান), শাহজাহান মুন্সি (বাংলাদেশ)।

folk1

আজকের আয়োজনের অন্যতম চমক বাংলাদেশের আরিফ দেওয়ান গাইবেন কিছুক্ষণের মধ্যেই। এরপর শেষ বেলার চমক হিসেবে থাকছে ভারতের পাঞ্জাবের নুরান সিস্টার্স। বিখ্যাত ওস্তাদ গুলশান মিরের সুযোগ্য কন্যা সুলতানা নুরান ও জ্যোতি নুরানের দলের নাম নুরান সিস্টার্স। দুই বোন ঢাকায় গাইতে এসেছিলেন গেল বছরও। মাতিয়ে দিয়েছিলেন উৎসব।

সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

প্রসঙ্গত, উৎসবের প্রথম দিনে লোকসংগীতের মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের বাউলিয়ানা, ফকির শাহাবুদ্দিন, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন।

এলএ/এএইচ/এমএস

আরও পড়ুন