ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জমে উঠছে লোকসঙ্গীতের মেলা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

এক বছর পর আবারও শুরু হচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় লোকসঙ্গীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ উৎসবের তৃতীয় আসর। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছ উৎসব।

ধীর তাল লয়ে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করছেন দর্শনার্থীরা। হেমন্তের শীতল রাতে সুর পিপাসুরা মেতে উঠবেন বিভিন্ন দেশের লোকজ গানের সুর-তালে। স্টেডিয়ামে সবগুলো গেটেই দেখা গেলো লম্বা লাইন। বিকেল ৫টা থেকে প্রবেশ শুরু হলেও অনেকেই ৪টা থেকেই এসে লাইনে দাঁড়িয়েছেন। নিরাপত্তার আনুষঙ্গিকতা সেরে প্রবেশ করছেন মাঠের ভেতরে। মূল মঞ্চ এখনো খালি। সবাই বসছেন স্টেডিয়ামের আসনগুলোতে। কেউ কেউ ঘুরে বেড়াচ্ছেন। কোনো ক্লান্তি নেই, আছে কিছু অভিযোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র মেহেদি মিথুন। তিনি এসেছেন চার বন্ধুকে নিয়ে দলবেঁধে। ঘুরে ঘুরে উপভোগ করছেন উৎসব। বললেন, ‘৫টার অনেক আগে এসেছি। দেখতে দেখতে লোকে লোকারণ্য হয়ে গেল। এবার অনেক কিছুই নতুন লাগছে, বেশি গোছানো মনে হচ্ছে। তবে নিষেধাজ্ঞার তালিকাটাও এবার দীর্ঘ এবং খানিকটা বিরক্তিরও। কিন্তু কিছুর করার নেই। সব মাথায় নিয়েই আসতে হলো। দেশ-বিদেশের শিল্পীদের এ মিলনমেলা তো আর বারবার দেখার সুযোগ হবে না।’

জেরিন আক্তার মিশু এসছেন বনশ্রী থেকে। সঙ্গে স্বামী ও এক ছেলে আজমান। কোনো ঝামেলা ছাড়াই উৎসব প্রাঙ্গণে প্রবেশ করে উচ্ছ্বসিত তিনি। জানালেন, ‘অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। তবে শৃঙ্খলা ছিল। অনেক রেস্ট্রিকশন আছে। কিন্তু তা না মেনে তো উপায় নেই। এতবড় আসর, দেশ-বিদেশের লোকজন আসবেন। নিরাপত্তার ব্যাপার আছে। আমি খুশি। কাল ছুটির দিন। কোনো তাড়া নেই। পুরো আয়োজন শেষ করেই বাসায় যাবো।’

নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগত দর্শনার্থীদের মিশ্র প্রতিক্রিয়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বললেন, ‘নিয়ম নীতির কড়াকড়িতে বিরক্ত দর্শকরা। কিন্তু বেশিরভাগই হেল্পফুল। আগেভাগেই দিক নির্দেশনা দেয়া ছিল উৎসবে প্রবেশের ব্যাপারে। তাই খুব একটা ঝামেলা হয়নি। তবে অনেকেই বুঝতে চান না। তর্কে জড়িয়ে যান।’

তিনি বলেন, ‘অনেকেই ব্যাগ, ক্যামেরা নিয়ে এসেছেন। কেউ কেউ খাবারও নিয়ে এসেছিলেন। তাদেরকে বলা হয়েছে সেগুলো বাইরে রেখে যেতে। অনেকেই বিরক্ত হয়েছেন। কিন্তু কিছু করার নেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটা আন্তর্জাতিক আয়োজনে সবরকম নিরাপত্তা রাখতে হয়। পাশাপাশি নিরাপত্তাকর্মী ও ভলান্টিয়ারদের আদেশ দেয়া আছে যাতে কোনো দর্শনার্থীর সঙ্গে বাজে ব্যবহার না করা হয়।’

নানা রঙের আলোয় সজ্জিত মঞ্চ। চলছে আয়োজকদের পরিচিতি পর্ব ও আলোচনা অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন এবারের আসরের প্রথম শিল্পী। শুরু হবে উৎসবের মূল আয়োজন। গানের ছন্দে তালে মেতে উঠতে উৎসবের প্রথমদিনে আগত সুর পিপাসুদের অভিনন্দন জানাতে প্রস্তুত আর্মি স্টেডিয়াম।

এলএ/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন