ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ফোক ফেস্টে আজ গাইবেন যারা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৯ নভেম্বর ২০১৭

উপমহাদেশের সবচেয়ে বড় লোকসংগীতের আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বসতে যাচ্ছে এ উৎসবের তৃতীয় আসর।

বাংলাদেশ ছাড়াও উৎসবে গান পরিবেশন করবেন ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, ফ্রান্স, জাপানের ১৪০ জন সংগীতশিল্পী।

উৎসবের প্রথম দিনে আজ (বৃহস্পতিবার) লোকসংগীতের মঞ্চ মাতাবেন বাংলাদেশের ফকির শাহাবুদ্দিন, বাউলিয়ানা, তিব্বতের শিল্পী তেনজিন চো’য়েগাল, ব্রাজিলের মোরিসিও টিজুমবাহ ও সেক্সটেট এবং আসামের বিখ্যাত শিল্পী পাপন।

বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরতে সান কমিউনিকেশন ও মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে তিন দিনব্যাপী এ লোকসংগীতের আসর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

এনই/আরএস/পিআর

আরও পড়ুন