ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

১৭ নভেম্বর মুক্তি পাচ্ছে অঙ্কুশ-নুসরাতের বলো দুজ্ঞা মাঈকী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৬ এএম, ০৮ নভেম্বর ২০১৭

সাফটা চুক্তির আওতায় আগামী ১৭ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার ছবি ‌‘বলো দুজ্ঞা মাঈকী’। বাংলাদেশে ছবিটি আমদানি করছে ‘তিতাস কথাচিত্র’। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কালাম আজাদ জাগো নিউজকে এমন খবর নিশ্চিত করে বলেছেন, ১৭ নভেম্বর মুক্তি পাবে ‘বলো দুজ্ঞা মাইকী’। বাংলাদেশের শতাধিক হলে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

আবুল কালাম আজাদ বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলে ‘বলো দুজ্ঞা মাঈকী’র মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম গত মাসে। গত ১৬ অক্টোবর মন্ত্রণালয়ে থেকে অনুমতি পেয়েছি। এরপর গত বৃহস্পতিবার ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে, রোববার সনদ হাতে পেয়েছি। মুক্তিতে আর কোনো বাঁধা নেই।’

কলকাতার জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী পরিচালনা করছেন ‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবিটি। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এটি প্রযোজনা করেছে। পশ্চিমবঙ্গে দূর্গা পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর ‘বলো দুজ্ঞা মাঈকী’ মুক্তি পেয়েছিল। ঢাকার জাজ মাল্টিমিডিয়া এই ছবির সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।

‘বলো দুজ্ঞা মাঈকী’ ছবির পরিবর্তে কলকাতায় মুক্তি পাবে বাংলাদেশের ‘মাস্তানি’। কাজী মারুফ ও মৌসুমি হামিদ অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স। যেটি গেল বছরের ১৯ আগস্ট বাংলাদেশে মুক্তি পায়। ওপারে ছবিটি আমদানি করছেন অজয় এন্টারপ্রাইজ।

এনই/এলএ

আরও পড়ুন