ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

মারা গেলেন কৌতুক অভিনেতা পাপ্পু

প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২৯ জুন ২০১৫

দীর্ঘদিন হৃদরোগে ভুগে মারা গেলেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা রাশেদ মাহমুদ পাপ্পু। সোমবার ভোর রাত ৮টার দিকে লালবাগের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যুকালে তিনি স্ত্রী ও সাত বছরের একটি ছেলে রেখে গেছেন।

সোমবার বাদ জোহর রাজধানীর লালবাগ হাজী দেওয়ান মসজিদে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, জনপ্রিয় এ কৌতুক অভিনেতা বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’ দিয়ে সবার নজরে আসেন। এরপর মোল্লা লবণের বিজ্ঞাপন দিয়ে তিনি জনপ্রিয়তা পান। সেই সুবাদে কাজ করেছেন নাটক-চলচ্চিত্রেও। পাপ্পু অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সুখ’, ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভন্ড বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি। সর্বশেষ তিনি ময়নামতির সংসারে অভিনয় করেছেন। এছাড়াও বেশ কিছু কৌতুকের অডিও অ্যালবামও প্রকাশ করেছিলেন পাপ্পু।

এলএ/পিআর