ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হলে দর্শক টানছে নিরবের গেইম রিটার্নস

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৪ এএম, ০৭ নভেম্বর ২০১৭

চিত্রনায়ক নিরব অভিনীত ‌‌‘গেইম রিটার্নস’ ছবিটি গেল শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে। এখন পর্যন্ত ছবিটি বেশ ভালো সাড়া ফেলেছে হলগুলোতে। রাজধানীর বেশ কিছু হলে দেখা গেছে উপচেপড়া ভিড়ও। চারদিনের দর্শক সমাগমে সন্তোষ প্রকাশ করেছেন চলচ্চিত্রের নায়ক নিরব ও পরিচালক রয়েল খান।

রয়েল খান বলেন, ‘ছবিটি অনেক যত্ন করে তৈরি করেছি। প্রত্যাশা ছিল দারুণ কিছু। সেই তুলনায় বেশ সাড়া পেয়েছি। এ সাফল্য আগামীতে ছবি নির্মাণে উৎসাহ যোগাবে।’

নিরব জানালেন, ছবির প্রচারে হলে হলে দর্শকদের সঙ্গে ছবি উপভোগ তিনি। তার সঙ্গে রয়েছেন ছবির দুই নায়িকা তমা মির্জা ও লাবন্য লি। দর্শক সাড়ায় খুশি নিরব। তিনি বলেন, ‘বাণিজ্যিক ধারার এই ছবিটিকে দর্শকরা ইতিবাচক ভাবে নিয়েছেন। আমার কৃতজ্ঞতা রইলো সবার কাছে।’

নায়িকা তমা বলেন, ‘এই ছবিটিতে কাজ করতে গিয়েই মনে হয়েছিলো ভালো কিছু হবে। দর্শক ছবিটি মুগ্ধ হবেন। এখন পর্যন্ত প্রশংসা পাচ্ছি। আমার অভিনয় ও সামগ্রিক চলচ্চিত্রের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।’

এদিকে ‘রাজনীতি’ ছবির বুলবুল বিশ্বাসও ছবিটি দেখে ভূয়সী প্রশংসা করেছেন। তিনি নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘গেইম রিটার্নস ছবিটি বেশ ভালো লেগেছে। বিশেষ করে বিগত কয়েক বছরে হাতে গোনা দু-তিনটি ছবি ছাড়া খুব একটা গল্পের ছবি পাইনি বা যে গল্প বলতে বা দেখাতে চেয়েছে সেটা আর শেষপর্যন্ত ঠিকঠাক গুছিয়ে বলতে বা দেখাতে পারিনি। যেখানে গেইম রিটার্নস এগিয়ে আছে অনেক বড় বড় প্রোডাকশন এর চেয়েও। আর একটা জিনিস বেশ ভাল। সেটি হল গল্পের প্রয়োজনে বহুল সেট বা একাধিক লোকেশানের ব্যবহার এবং দুর্দান্ত ফাইট। বিশেষ করে নিরব এবং সোহেল সিরাজের হোটেল রুমের ফাইট। গানগুলোর প্রশংসা না করে পারছি না। কথা, সুর বা কোরিওগ্রাফি কানে এবং চোখে আরাম দিয়েছে। তবে গানের ক্ষেত্রে আর একটু লোকেশন ভিন্নতা হলে জমে একেবারে ক্ষীর হত। নিরব অভিনয়ে যে এত্ত সরব, তা আগে দেখিনি। ফাইটে নিরবকে ১০ এ ১০ দেব।’

নায়িকা তমার প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘তমা মির্জার প্রেমে পড়ে গেছি। লাবণ্য লি কে বারবার ম্যাটরিক্স সিনেমার তৃণিতি বা বন্ড গার্লদের কথা মনে হচ্ছিল। লাবণ্য-র চলচ্চিত্রে নিয়মিত হওয়া প্রয়োজন।’

‘গেইম রিটার্নস’ ছবির নির্মাতা রয়েল খান জানালেন, গত দুদিনে সারা দেশের প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি নতুন প্রত্যাশা জাগিয়েছে। দ্বিতীয় সপ্তাহে নতুন করে বেশকিছু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এনই/এলএ

আরও পড়ুন