টেলিছবি বাইসাইকেল
নির্মিত হলো ‘বাইসাইকেল’ নামের একটি টেলিছবি। মঞ্চ অভিনেতা এবং জলের গান ব্যান্ডের ভোকালিস্ট এবিএস জেম। জায়েদ-উল-এহসানের রচনায় এই টেলিছবি দিয়ে ছোট পর্দাতে নির্মাতা হিসেবে অভিষেক হলো জেমের।
রাজধানীর বিউবিটি বিশ্ববিদ্যালয়, খিলগাঁও, বাসাবো ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে টেলিফিল্মের শুটিং হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আজাদ আবুল কালাম, ইমতু রাতিস, রানী আহাদ, তানজিন তিশা, কাজী উজ্জ্বল, নিশির সরেন, কামরুল তিহান, সামিয়া, কুদরত কমল, ফারদিদ সানি, পান্থ আফজাল প্রমুখ।
টেলিফিল্মের গল্প প্রসঙ্গে জেম জানান, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যয়। খুব বেশি মেধা না থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হয়নি তার। এ দিকে অর্থের অভাবে তার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটাও কঠিন। এই পরিস্থিতি তার একার নয়, আরও অনেকের।
তবে অন্য সবার মতো টিউশনি করে অথবা পার্ট টাইম চাকরি করে নয় বরং প্রত্যয়ের সবচেয়ে ঘনিষ্ঠ এবং একমাত্র সঙ্গী সাইকেলের মাধ্যমেই অর্থের ব্যবস্থা করে যাচ্ছে সে। নিজের সাইকেল না থাকলেও বড় ভাইদের কাছ থেকে ধার নিয়ে সাইকেল স্ট্যান্টের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে। অসম্ভব রকম শৈল্পিক ক্রীড়া দেখিয়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যায় প্রত্যয়। শহরের গলিতে অথবা শেষ প্রান্তে আন্ডারগ্রাউন্ড দলগুলোর সঙ্গে রিস্কি সব স্ট্যান্টের প্রতিযোগিতায় নামে সে।
দিনে দিনে রিস্ক বাড়তে থাকে কিন্তু টাকার অংক বাড়ে না। তবে এতেই খুশি সে। তার সব কিছুতেই সাইকেল। পড়ালেখায় অমনোযোগী থাকায় ক্লাসে হাসির পাত্র সে। ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রী দিশা তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। সঙ্গে থাকে নতুন বন্ধুর খাতায় যুক্ত নাম অনন্যা, দোলা, সাকিব আর বিশাল।
তৈরি হয় নতুন এক টিম। হঠাত খবর আসে সাইকেল প্রতিযোগিতার। সবাই তাকিয়ে থাকে প্রত্যয়ের দিকে। দিশার আর বাকিদের সবার রিকোয়েস্টে তৈরি হয় দল, প্রধান থাকে প্রত্যয়। প্র্যাকটিস সেশনে সবাই আসে কিন্তু দিশা আসে না। অনন্যা দিশার মাকে ফোন করে জানে সে দেশ ছেড়ে চলে গেছে। কষ্ট পায় প্রত্যয়। কিন্তু থেমে থাকে না তাদের লক্ষ্য প্র্যাকটিস চলে। বন্ধুত্ব বাড়ে। প্রত্যয় মিস করে দিশাকে আর অন্যদিকে অনন্যার প্রত্যয়ের প্রতি দুর্বলতা বাড়ে।|
এভাবেই গল্প এগিয়ে চলতে থাকে। প্রত্যয়ের দল কি প্রতিযোগিতায় জিতবে কিনা সেটি জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
শিগগির এই টেলিছবিটি বেসরকারী কোনো টিভি চ্যানেলে প্রচার হবে।
এলএ