ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কৃষের নতুন চমক ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৮ অক্টোবর ২০১৭

বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ছবি ‘কৃষ’র সিক্যুয়েল মানেই আলাদা আকর্ষণ। এই সিরিজটি এরইমধ্যে ভারতবর্ষের দর্শকদের মন জয় করে নিয়েছে। সবাই অপেক্ষা করেন কখন নতুন সিক্যুয়েলটি আসবে।

কেননা, প্রতিটি পর্বেই থাকে নানা রকম অ্যাডভেঞ্চার আর চমক। সেই ধারাবাহিকতা নিয়ে এবার নতুন পর্ব ‘কৃষ-৪’ -এ দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। ঠিক তাই! অনেক জল্পনার পর জানা গেল আসছে পর্বে হৃত্বিকের বিপরীতে নায়িকা হয়ে পর্দায় হাজির হবেন ক্যাটরিনা।

‘কৃষ’র প্রত্যেক সিক্যুয়েলেই নায়িকা বদলে যায়। প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, কঙ্গনা রানাওয়াতের পর এবার এই সুপারহিরোর সঙ্গে রোমান্স করবেন ক্যাটরিনা।

সম্প্রতি ডিএনএ-কে দেওয়া সাক্ষাত্কারে বলিউডের ড্রিমগার্ল ক্যাটরিনা জানান, ‘কৃষ- ৪’ ছবির জন্য তাকে কোনও প্রস্তাব এখনও দেওয়া হয়নি। তিনিও এই বিষয়ে কোনও আলোচনা করেননি। কিন্ত এই ছবিটির নায়িকা হতে পারলে তিনি আপ্লুত হবেন। সেইসঙ্গে এটাও জানাতে বলেননি, মানুষ হৃত্বিক ও অভিনেতা হৃত্বিকের অনেক বড় ভক্ত ক্যাট।

এলএ/আরআইপি

আরও পড়ুন