ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পী সমিতিতে ৩ লাখ টাকা দিলেন আইজিপি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:৪২ এএম, ২৩ অক্টোবর ২০১৭

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক চলচ্চিত্র শিল্পী সমিতির অবকাঠামোগত উন্নয়নে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। আইজিপির আমন্ত্রণে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা রোবার পুলিশ হেডকোয়ার্টার্সে গেলে পুলিশ প্রধান তাদের হাতে এ অনুদান তুলে দেন।

আজ সোমবার (২৩ অক্টোবর) শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। অন্তরজ্বালা ছবির এ নায়ক বলেন, ‘আইজিপি সাহেবের সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। তিনি শিল্পীদের বিভিন্ন সহযোগিতায় পাশে থাকবেন বলে জানান। এছাড়া বিদেশি শিল্পীদের ব্যাপারে তিনি (আইজিপি) বলেন, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে হবে। এ কাজে পুলিশ সহযোগিতা করবে বলেও পুলিশ প্রধান আশ্বস্ত করেন।’

জায়েদ খান ছাড়াও সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি রিয়াজ, কার্যনিবাহী সদস্য অঞ্জনা সুলতানা, কার্যনিবাহী সদস্য পপি ও পূর্ণিমা উপস্থিত ছিলেন।

এনই/এলএ

আরও পড়ুন