ক্যানসার আক্রান্ত শাম্মী আক্তারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী
অনেকদিন ধরে মরনব্যাধী ক্যানসারে আক্রান্ত কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। গুনী এই শিল্পীকে পাঁচ লাখ টাকা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই সাড়া আসে।
দেড় মাস আগে এই আবেদন করে পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ জিৎ রায় এবং সহ সভাপতি ‘একুশে পদক’প্রাপ্ত গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর চেক তুলে দেন।
শিল্পী শাম্মী আক্তারের স্বামী আকরামুল হক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। নিজেদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। রাষ্ট্র যদি শাম্মীর চিকিৎসায় সাহায্য করে দায়িত্ব মনে করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নেই। আমরা সম্মানিতও।‘
ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে, আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে, ভালোবাসলেও সবার সাথে ঘর বাঁধা যায় না- এমন অনেক জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার।
এনই/এলএ