ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দাম্পত্য জীবনের ভাঙনের গল্পে সজল-শিমু

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪২ এএম, ১৭ অক্টোবর ২০১৭

অভিনেতা আবদুন নূর সজল ও অভিনেত্রী সুমাইয়া শিমু দুজনেই ছোটপর্দার জনপ্রিয় জুটি। এর আগে অসংখ্য দর্শকনন্দিত নাটক-টেলিফিল্মে তারা জুটি বেঁধেছেন। নতুন খবর হচ্ছে, চলতি সপ্তাহে এই দুই তারকা নতুন একটি খণ্ড নাটকে অভিনয় করলেন, যার নাম ‘ভালোবেসে ভালোবাসা’।

আহসান হাবীব সকালের রচনা ও শরিফুল ইসলাম শামিমের পরিচালনায় নাটকটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। নগরীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানা গেছে। সজল-শিমু ছাড়াও অভিনয় করেছেন লীনা আহমেদ, সাদ্দাম আবদুর রহমান প্রমুখ।

‘ভালোবেসে ভালোবাসা’ নাটকের গল্পে দেখা যাবে, সজল-শিমু পরষ্পকে ভালোবেসে বিয়ে করেন। এরপর তাদের দুজনের জীবনে অতীত পীড়া দিতে থাকে। নানা কারণে দুজনেই ছলচাতুরির আশ্রয় নিতে থাকেন। যে কারণে অনেক চেষ্টার পরেও তারা এক ছাদের নিছে সুখে সংসার করতে পারেন না। দাম্পত্য জীবনে ভাঙনের এমন গল্পই নাটকটির মূল উপজীব্য।

সজল বলেন, ‘লাভ ম্যারেজ দম্পতির জীবনে এমনটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যার জন্য সাজানো স্বপ্ন ও সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যায়।‘ তিনি বলেন, ‘শিমু শুধু আমার সহকর্মী নয়, ভালো বন্ধুও বটে! সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমরা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম।’

শিমু বলেন, ‘এমন গল্পের নাটকে এর আগে কাজ করিনি। সজলের সঙ্গে আমার বোঝাপড়াটা বেশ দারুণ। অন্যান্য কাজের মতো এই নাটকটিও দর্শকদের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা করছি। একইসঙ্গে নাটকটি দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি।’

নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে নাটকটি রয়েছে সম্পাদনার টেবিলে। শিগগির ‘ভালোবেসে ভালোবাসা’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।’

এনই/এইচএন/পিআর

আরও পড়ুন