লন্ডনে বাংলাদেশের প্রতিনিধি ফেরদৌস
বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে লন্ডনের করোয়াইয়ে অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। সেখানে নিজ দেশের পক্ষে দর্শক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। উৎসবে অংশ নিতে গেল শুক্রবার লন্ডন গিয়েছেন তিনি।
আজ (রোববার) থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন প্রদর্শিত হবে ফেরদৌস অভিনীত ছবি ‘বৃহন্নলা’। প্রদর্শনী শেষে সেখানে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি দেশীয় সংস্কৃতি নিয়ে নানা আলোচনাও করবেন জনপ্রিয় এই নায়ক।
ঢাকা ত্যাগ করার আগে ফেরদৌস জানান, নিঃসন্দেহে এ উৎসবে অংশ নিতে পারা আমার জন্য গর্বের বিষয়। যারা আমাকে এ উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’
এ উৎসবে প্রতি বছর একটি দেশের সংস্কৃতিসহ নানা বিষয় দর্শকের সামনে উপস্থাপন করা হয়। আগামী ১৭ অক্টোবর ফেরদৌস দেশে ফিরবেন। দেশে এসে তিনি একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। এতে তার বিপরীতে আছেন মৌসুমী। মুক্তির অপেক্ষায় আছে ফেরদৌস অভিনীত ‘পোস্টমাস্টার ৭১’, ‘মেঘকন্যা’।
এনই/এইচএন/পিআর