ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অবশেষে এলেন শাকিব, বঙ্গবন্ধুর প্রতি চলচ্চিত্র ফোরামের শ্রদ্ধা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:১১ পিএম, ১০ অক্টোবর ২০১৭

আজকাল চলচ্চিত্রের নানা অনুষ্ঠান, আয়োজন, সভা-সেমিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বেশ ঘটা করেই নেয়া হয়। এটা আনন্দের, এটা অনুপ্রেরণার। যার হাত ধরে চলচ্চিত্র শিল্প এ দেশে বিকশিত হয়েছে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো দায়িত্ব। সেই দায়িত্ব এতদিন আড়ালে বা অবহেলায় হলেও সম্প্রতি হচ্ছে বেশ জাঁকজমকভাবেই।

সম্প্রতি গঠিত হয়েছে চলচ্চিত্রের মানুষদের নিয়ে নতুন সংগঠন চলচ্চিত্র ফোরাম। শাকিব খান, মৌসুমী, ওমর সানি, অমিত হাসানের মতো তারকারা রয়েছেন এই ফোরামে। সংগঠনটি রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করেছিলো আজ মঙ্গলবার (১০ অক্টোবর)। তবে বেশ মন্দ অভিজ্ঞতার মধ্য দিয়েই শেষ হলো এই আয়োজন পর্ব। সেই অভিজ্ঞতার নায়ক হয়ে রইলেন শাকিব খান

কথা ছিলো দুপুর ১২টায় ফুল দিতে যাবে চলচ্চিত্র ফোরাম। পরে সেই সময় বদলে ঠিক করা হয় ১২টা ৩০ মিনিট। নির্ধারিত সময়েই এফডিসিতে হাজির ছিলেন মৌসুমী, ওমর সানি, কাজী হায়াৎ, নাদের চৌধুরী, নাসিরউদ্দিন দিলুসহ ফোরামের নেতাকর্মীরা। কিন্তু ঠিক সময় এসে পৌঁছাননি শাকিব। অপেক্ষা চললো ২টা অব্দি। শাকিবের দেখা না পেয়ে কিছুটা উত্তেজিত দেখা যায় মৌসুমীদের। তাদের অনেককে শাকিবের সঙ্গে ফোনালাপেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।

এরপর শাকিবকে ছাড়াই তারা রওনা দেন ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে। সাংবাদিকদের জানানো হয় শাকিব সরাসরি সেখানে যেগ দেবেন। ফুল দেয়া হবে ৩টায়।

কিন্তু সেখানে গিয়েও দেখা মেলেনি শাকিবের। অবশেষে অপেক্ষা শেষে পৌনে পাঁচটায় শাকিব পৌঁছালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শেষ হয় চলচ্চিত্র ফোরামের শ্রদ্ধাঞ্জলির কার্যক্রম। তবে এসময় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন শাকিবের উপর। নাম প্রকাশ না করার শর্তে ফোরামের এক সদস্য বলেন, ‘শাকিবের সময়জ্ঞান নিয়ে বরাবরই উদাসীনতা। নিজের কাজটাকেই সে গুরুত্ব দেয়। এই ফোরামের উদ্যোক্তা হয়েও আজ তার কাছ থেকে এমন সময়জ্ঞানহীনতা আশা করা যায় না।’

এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সদ্য নির্মিত এই সংগঠনের সভাপতি নাসির উদ্দিন দিলু, সাধারণ সম্পাদক কাজী হায়াত, আন্তর্জাতিক সম্পাদক মৌসুমী, কার্যকরী কমিটির সদস্য শাকিবকে ফুল দিতে দেখা যায়। আরও উপস্থিত ছিলেন ওমর সানি, নাদের চৌধুরী, নূতন, কাজী মারুফ, রেবেকা, গাজী মাহবুব, রমিজ উদ্দিন, রাহা তানহা খান, মোহাম্মদ ইকবাল প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে চলচ্চিত্র ফোরামের সাধারাণ সম্পাদক ও পরিচালক কাজী হায়াৎ বলেন, ‘এফডিসি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তিনিই চলচ্চিত্রকে একটি শিল্প হিসেবে আমাদের জন্য রেখে গেছেন। তার অবদানের কথা সম্মানের সঙ্গে স্বীকার ও স্মরণ করেই আমরা আজ তাকে শ্রদ্ধা জানাতে এলাম।’

মৌসুমী বলেন, ‘জাতির জনকের প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চলচ্চিত্র ফোরামের কার্যক্রম শুরু হলো। এরপর আমরা পর্যায়ক্রমে সংগঠনের কাজ শুরু করবো। সবসময়ের মতো সবাইকে পাশে চাই।’

এদিকে শাকিব খান জাগো নিউজকে বলেন, ‘আমি জানতাম ফুল দেয়া হবে বিকেল ৫টায়। হঠাৎ দুপুর বেলায় জানলাম ২টার দিকে সময় নির্ধারিত ছিলো। তাই এতো দেরি হলো। অনেকেই হয়তো আমাকে ভুল বুঝেছেন।’

গেল ২ অক্টোবর যাত্রা শুরু করে চলচ্চিত্রের নতুন সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম। শিল্পী, নির্মাতা-কলাকুশলী, হল মালিক, প্রদর্শক সমিতির সদস্যদের সমন্বয়ে গঠিত এই সংগঠন।

এনই/এলএ

আরও পড়ুন