মানহীন কাজ করা ছেড়ে দিয়েছি : সাজ্জাদ
আগের মতো আর গড়পড়তায় কাজ করছেন না ‘ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’খ্যাত তারকা ইরফান সাজ্জাদ। এখন তিনি বেছে বেছে কাজ করছেন। কাজের মান ঠিক রাখার জন্য নিয়েছেন চ্যালেঞ্জিং এক সিদ্ধান্ত। তিনি আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না। শেষ পাঁচ মাসে নতুন অনেকগুলো ধারাবাহিক নাটকে কাজের প্রস্তাব আসলেও ইরফান সাজ্জাদ ফিরিয়ে দিয়েছেন হাসিমুখে।
মঙ্গলবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এমনটাই জানান ইরফান সাজ্জাদ। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে মানহীন কাজ করা ছেড়ে দিয়েছি। শেষ ছয় মাস ধরে যাচাই-বাচাই করে কাজ করছি। এমনকি ধারাবাহিক নাটকেও কাজ করছি না। কারণ এখনকার ধারাবাহিক নাটকে কাজ করে আমি সন্তুষ্ট না। প্রথম দিকে নাটকের গল্প ঠিক থাকে, এরপর জগাখিচুড়ি পাকিয়ে যায়। গল্পের গাঁথুনি ঠিক না। এসব কাজ করে নিজের সন্তুষ্টি না পেলে সে কাজে কোনো ফায়দা নেই। দিন শেষে দর্শক হারিয়ে যাচ্ছে।’
ইরফান বলেন, ‘ধারাবাহিক নাটক ছাড়ার আরেকটি কারণ হচ্ছে অনেকগুলো কাজ করেছি। ২৫ থেকে ৩০ দিন শুটিং হচ্ছে। এতে নিজের জন্য সময় বের করা মুশকিল। তাছাড়া আমাদের নাটকের মান এখন অনেক আপগ্রেড। কিন্তু আমার মনে হয় না, আমাদের ধারাবাহিক নাটকে সে ধারাটা মেনে চলছে না। সবমিলিয়ে আগামীর কথা চিন্তা করে আপাতত ধারাবাহিকে কাজ করছি না।
কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারে রয়েছে, যেগুলো শুটিং করেছি আগেই। এক ঘণ্টার নাটকের ফাঁকে নিজের জন্য বাড়তি সময় বের করার চেষ্টা করছি। আগামী ডিসেম্বরে বড়কিছু প্ল্যানিং রয়েছে। সেগুলোর জন্য একটু একটু প্রস্তুতি নিচ্ছি।’
চলতি বছরের ২৭ জানুয়ারি মুক্তি পেয়েছে ইরফান সাজ্জাত অভিনীত ছবি ‘ভালোবাসা এমনই হয়’। ছবিটি পরিচালনা করেছিলেন তানিয়া আহমেদ। এরপর ইরফান সাজ্জাদকে আর বড় পর্দায় পাওয়া যায়নি। বর্তমানে তিনি খণ্ড নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত।
আজ মঙ্গলবার ইরফান শুটিং করছেন ‘ভূতের নাম একা’ নামের একটি নাটকে। সত্য ঘটনা অবলম্বনে এ নাটকটির গল্প তৈরি করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মইনুল খান। পরিচালনা করছেন আজিজুল হাকিম ও চিত্রনাট্য করেছেন জিনাত হাকিম।
রংপুরে চারদিন শুটিং শেষে আজ ঢাকায় শুটিং হচ্ছে। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান ইরফান সাজ্জাদ।
এছাড়া সম্প্রতি দুটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইরফান সাজ্জাদ। একটি ছিল কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল হাদীর মেয়ে তনিমা হাদীর গানে আরেকটি শাহনাজ চিত্রার একটি গানে। মিউজিক ভিডিও দুটি শিগগিরই মুক্তি পাবে। এই দুটি ভিডিও নিয়ে আশাবাদী এ অভিনেতা।
এনই/এলএ