ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

‘চলচ্চিত্রের দর্শক এখন টেলিভিশনে বিনোদন খোঁজে’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ এএম, ০৮ অক্টোবর ২০১৭

‘একসময় দেশের সবচেয়ে বড় বিনোদন মাধ্যম ছিল সিনেমা। মানুষ হুমড়ি খেয়ে হলে আসতো। এখন সেইসব দর্শকেরা চলে গেছে টেলিভিশনে। চলচ্চিত্রের দর্শক এখন টেলিভিশনে বিনোদন খোঁজে।’ আজ (রোববার) দুপুরে রাজধানীর একটি হোটেলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে এসব কথা বলেন চিত্রপরিচালক আজিজুর রহমান।

‘ছুটির ঘণ্টা’ ছবির এই নির্মাতা বলেন, ‘বাপ-দাদার সিনেমার ব্যবসা ছিল। আমিও এখানেই এসেছি অনুপ্রাণিত হয়ে। প্রথমে হল ব্যবসা, সেখান থেকে সিনেমা নির্মাণে এসেছি। এখানে অনেক সম্মান-অর্থ আমি পেয়েছি। সেই ভালোবাসার জায়গাটি কেউ কেউ আজ নষ্ট করে ফেলেছেন। এর থেকে দ্রুত পরিত্রাণ চাই।’

প্রবীণ এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘চলচ্চিত্রের এই সংকটে চলচ্চিত্র পরিবারের সঙ্গে হল মালিকদের একতার বিকল্প নেই। ভাল ছবি আনতে হবে, ছবি প্রদর্শনীতে আন্তরিক হতে হবে। তবেই সংকট কাটবেই। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। কারণ দিনশেষে আমরা সবাই চলচ্চিত্রের মানুষ।’

মিলনমেলা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহবায়ক চিত্রনায়ক ফারুক, হল মালিক সমিতির সভাপতি ইফতেখারউদ্দিন নওশাদ, সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ, হাসান ঈমাম, সোহেল রানা, আমজাদ হোসেন, সোহানুর রহমান সোহান, অঞ্জনা সুলতানা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সাইমন, অরুণা বিশ্বাসসহ হল মালিক ও চলচ্চিত্র পরিবারের নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।

এলএ/এমএস