ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

১৫ বছর পর শিল্পী সমিতিতে এটিএম শামসুজ্জামান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৭ অক্টোবর ২০১৭

প্রবীণ চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান ১৫ বছর পর শনিবার সন্ধ্যায় এফডিসির শিল্পী সমিতিতে। শিল্পী সমিতির অফিসে বসে দীর্ঘ সময় ধরে গল্পে মেতে ছিলেন বরেণ্য এই অভিনেতা। এ সময় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ শামসুজ্জামানকে সঙ্গ দেন।

এ প্রসঙ্গে জায়েদ খান জাগো নিউজকে বলেন, এটিএম শামসুজ্জামান আঙ্কেলের সঙ্গে একেবারে খোশ মেজাজে আড্ডা দিলাম। গল্প করেছি, কফি খেয়েছি, সঙ্গ পেয়ে খুবই ভালো লেগেছে। এছাড়া শিল্পী সমিতির পরিবেশ দেখে তিনি প্রশংসা করেছেন বলে জানান জায়েদ খান।

এরপর ফারুক ভাই, আলমগীর ভাই সবাই এসেছিলেন। এমন গুণী মানুষদের কাছে পেয়ে দারুণ একটা সন্ধ্যা কাটালাম।

এটিএম শামসুজ্জামান জাগো নিউজকে বলেন, কেউ মারা গেলে জানাজা পড়তে এফডিসিতে আসা হয়। এছাড়া আমার এফিডিসিতে কোনো কাজ নেই। তাই আসা হয় না। আজ শুটিং করছিলাম। জায়েদ ডাকলো তাই আসলাম।

তিনি বলেন, শিল্পী সমিতির পরিবেশ দেখে খুব ভালো লাগছে। আগে যা দেখেছি তার চেয়ে হাজার গুন উন্নতি হয়েছে। আগামীর দিনগুলো এই সমিতি আরো ভালো কাজ করবে এটাই প্রত্যাশা করছি।

উল্লেখ্য, এটিএম শামসুজ্জামান শনিবার সকাল থেকে পাঙ্কু জামাই ছবির শুটিং করছিলেন। আবদুল মান্নান পরিচালিত এই ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

এনই/এমআরএম/আরআইপি

আরও পড়ুন