ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

প্রকাশ হলো ডুবের ট্রেলার

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৭

নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার।

‘ডুব’ ছবিটি আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে। এরই মধ্যে ট্রেলারটি দেখার জন্য দর্শকদের মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে। সেখানে দর্শকরা নানা মন্তব্যও লিখছেন।

এ প্রসঙ্গে ফারুকী তার নিজ ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি একটা ছবি তখনই বানাই, যখন সেটা না বানিয়ে আর থাকতে পারি না। ডুবের গল্পের সঙ্গে মোটামুটি কয়েক বছর ঘর করেছি আমি। এমনকি ২০১৩ সালে এই গল্প ফিল্ম বাজার ইন্ডিয়ায় অ্যাওয়ার্ড পাওয়ার পরও আমি কয়েক বছর সময় নিয়েছি চরিত্রগুলোর অসহায়ত্ব বোঝার জন্য। তারপর আরও অনকে সময় পার হয়ে আজকে ছবিটা তার দর্শকের কাছে যাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘ছবিটা যেন মানুষ দেখতে না পায়, তার জন্য দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, নোংরা রাজনীতিও হয়েছে। ছবিটা বাইরে দেখানোর পর বিশ্বের সবচেয়ে বড় তিনটা সিনেমার কাগজই রিভিউ করেছে এবং রিভিউতে তুমুল প্রশংসাই করেছে। তাতে আমি নিশ্চয়ই আনন্দ বোধ করেছি।’

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের ইরফান খান এবং এসকে মুভিজের প্রযোজনায় ডুবে অভিনয় করেছেন বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র ও ভারতের খ্যাতিমান ও জনপ্রিয় অভিনেতা ইরফান খানসহ আরও অনেকেই।

মুক্তি পাওয়ার আগেই ‘ডুব’ ছবিটি রাশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসরে নয়টি দেশের ১০টি ছবির সঙ্গে লড়ে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে। এর আগে ছবিটি চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়।

প্রসঙ্গত, নির্মাণের পর থেকেই ছবিটি রয়েছে আলোচনায়। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পত্নী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে সেন্সরবোর্ডে আটকে রেখেছিল চলচ্চিত্রটি।

এনই/বিএ