ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শ্রীলঙ্কান শিল্পীর বাংলা গানের অ্যালবাম

প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৪

জন্ম তার শ্রীলঙ্কায়। ব্যবসায়িক কাজে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। ছোটবলো থেকেই গানের প্রতি তার অন্যরকম ঝোঁক আর ভালোবাসা। আবার বাংলাদেশে এসে বাংলা গানের প্রেমে পড়ে যান তিনি। এ প্রেমই তাকে বাধ্য করে শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষা শিখতে। তারপর সিদ্ধান্ত নেন বাংলা গান করার।

সেজন্যই বাংলা ভাষায় একক অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেন তিনি। ইতোমধ্যে অ্যালবামের কাজও গুছিয়ে ফেলেছেন তিনি। নাম ঠিক করেছেন ‘নিঃস্বঙ্গ কষ্ট’। এতক্ষণ যার কথা বলা হল তিনি ‘অ্যান্ড্রু কারুনারাত্নে’। তিনি বাংলাদেশে সংগীতের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করলেন।  

অ্যান্ড্রু কারুনারাত্নে যখন পঞ্চম শ্রেণীতে, তখন তিনি নিজ দেশের ‘নাইটিংগেল’ নামক একটি ব্যান্ডে ভোকালিস্ট হিসেবে যোগ দেন। মজার বিষয় হলো, তিনি তখন ফিমেল ভোকালিস্ট হিসেবে কাজ করেন ওই ব্যান্ডে। কলেজ জীবনে তিনি ‘সুপার রিডমিস’ ব্যান্ডে যোগদান করেন। সেখানে তিনি গিটারিস্ট এবং ভোকালিস্ট হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি ভোকালিস্ট হিসেবে ‘আনুষা’ এবং ‘ব্যাকিং’ ব্যান্ডেও কাজ করেছেন।

১৯৯০ সালে অ্যান্ড্রু তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। যার শ্রীলঙ্কান নাম ‘পাহান কানওয়া ইয়াতা’ আর ইরেজী নাম ‘আন্ডার দি ল্যাম্প পোস্ট’। এই অ্যালবামে তিনি বিশ্ব রেকর্ড গড়েন। এর কারণ এই অ্যালবামে গান গাওয়ার পাশাপাশি অ্যালবামের কভার ফটো থেকে শুরু করে কভার ডিজাইন, গানের কথা, সুর, সংগীত সব তিনি নিজেই করেছেন।