মডার্ন গল্পের সিনেমা আমার ভালো লাগে না : মাহি
ঢাকাই ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহির কাছে আজকাল যেসব গল্পে ছবি নির্মিত হচ্ছে সেগুলো ভালো লাগে না। তার ভালো লাগে নব্বই দশকদের ছবিগুলো। গতকাল (শনিবার) রাতে এফডিসিতে ‘প্রেমের বাঁধন’ ছবির শুটিং সেটে বসে জাগো নিউজের আলাপে এমনটাই বলছিলেন এই ‘অগ্নিকন্যা’।
মাহি বলেন, ‘মডার্ন গল্পের সিনেমাগুলো আমার ভালো লাগে না। নব্বই দশকে বিটিভিতে আমরা শুক্রবার যেসব ছবি দেখতাম ওই ছবিগুলো আমার খুব প্রিয় আজও। পারিবারিক ড্রামা থাকতো, প্রেম-বিরহ থাকতো। জীবনের ক্রাইসিস থাকতো। আর সালমান শাহ, শাবনূর ম্যাডাম তাদের ছবিগুলো এখনও মনে দাগ কেটে আছে। সেসব গানগুলো এখনও ভালো লাগে। এসব ছবির প্রতি আমার সবচেয়ে বেশি দুবর্লতা কাজ করে।’
‘প্রেমের বাঁধন’ ছবিটিও নব্বই দশকদের রোমান্টিক ছবির আদলে নির্মিত হচ্ছে। এই ছবিতে নতুন কিছু নেই উল্লেখ করে মাহি বলেন, ‘সত্তর-আশি দশকের ছবিগুলোর কালারফুল ভিউতে কাজ করা ইচ্ছে আমার খুব বেশি ছিল। এই ছবিটি যেহেতু ওই রকম সেজন্য এখানে কাজ করছি। আর এই ছবিতে নতুন কিছু নেই। একটা রোমান্টিক গল্পের ছবি এই আর কি! তবে উপস্থাপনটা সুন্দর হচ্ছে। দর্শক বিনোদিত হবেন।’
‘প্রেমের বাঁধন’ ছবিটি পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর। ছবিতে মাহির নায়ক বাপ্পী চৌধুরী। মাহি-বাপ্পী জুটি বেঁধে এর আগে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সেজন্য তাদের মধ্যে ভালো বোঝাপড়া আছে বলে জানান মাহি।
এই নায়িকা বলেন, ‘বাপ্পীর সঙ্গে আমার কেমিস্ট্রি সবসময় মজার। তার সঙ্গে কাজে গ্যাপ পড়েনি। তাছাড়া আমরা দুজনই চলচ্চিত্রে এসেছিলাম একসঙ্গে। বলতে পারেন আমরা লাকি জুটি। আশা করছি আমাদের জুটি আগামীতেও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’
আগামীকাল (সোমবার) থেকে মাহি শুরু করবেন তার নতুন ছবি ‘মন দেব মন নেব’র কাজ। সেজন্য আজ সকালেই রওনা দিয়েছেন রংপুরের উদ্দেশ্যে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিতে মাহির নায়ক শিবলী নওমান। আর ছবিটি পরিচালনা করছেন রবিন খান। আসছে ৬ অক্টোবর মাহি অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পেতে যাচ্ছে।
এনই/এলএ