ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্রের নতুন সংগঠন নিয়ে কী ভাবছে চলচ্চিত্র পরিবার?

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

চলচ্চিত্রের নতুন সংগঠন ‌‌‘চলচ্চিত্র ফোরাম’ যাত্রা শুরু করতে যাচ্ছে আগামী মাসেই। এ সংগঠনে সভাপতি থাকছেন প্রযোজক নাসিরউদ্দিন দিলু এবং সাধারণ সম্পাদক থাকছেন কাজী হায়াৎ। এছাড়া অন্যান্য বিভিন্ন পদে থাকবেন ওমর সানি, মৌসুমী, শাকিব খান, আবদুল আজিজ, নানাশাহ, ববি ছাড়াও অনেক শিল্পী-কলাকুশলী।

চলচ্চিত্রের ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের বাইরে নতুন এই সংগঠনটি যাত্রা করলে কী করবে চলচ্চিত্র চলচ্চিত্র পরিবার? চলচ্চিত্র পরিবারের নেতারা নতুন এই সংগঠন তৈরির বিষয়টি কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তর এখন সিনেমাপ্রেমীদের মনে ঘুরছে।

চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক নায়ক ফারুকের কাছে চলচ্চিত্র ফোরামের যাত্রা শুরু সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টিকে উড়িয়ে দিতে চাইলেন। জাগো নিউজকে তিনি বললেন, ‘কোনো সংগঠন হচ্ছে কিনা সেটি আমার দেখার বিষয় না।’ ফারুক বলেন, ‘ঘরে ঘরে একটি করে সংগঠন তৈরির অধিকার আছে সবার। আর সুপারস্টারের সঙ্গে সংগঠন থাকতেই পারে! আসল কথা হচ্ছে, কেউ সংগঠন তৈরি করলে চলচ্চিত্র পরিবারের কিছু আসে যায় না।’

চলচ্চিত্র ফোরামে নাম এসেছে অনেক চিত্রপরিচালকদের। তারা সবাই এফডিসির পরিচালক সমিতির নিবন্ধিত সদস্য। তাদের ব্যাপারে চিত্রপরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘গণতান্ত্রিক দেশে সংগঠন বেশি থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু একটি সংগঠনের অববয়ে আরেকটি সংগঠন করার নিয়ম নেই। এটা আমাদের পরিচালক সমিতির গঠনতন্ত্রের শুরুতেই উল্লেখ আছে।’

তিনি বলেন, ‘যদি আরেকটি পরিচালক সমিতির মতো সমিতি হয়, আর সমিতির কোনো নিবন্ধিত সদস্য সেখানে সদস্য হয়, তাদের তার বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে। পাশাপাশি নতুন সংগঠন তৈরি হলে আমরা দেখতে চাই যে এই সংগঠনের কাজ কি হবে।’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘গণতান্ত্রিক দেশ। এখানে সবার সবকিছু করার অধিকার আছে। সব সমিতির একটা গঠনতন্ত্রে চলে। আমাদের শিল্পী সমিতির গঠনতন্ত্রে ৪ এর (ক) তে উল্লেখ আছে, সমিতির কোনো সদস্য এই সমিতি থেকে বের হয়ে অবিকল আরেকটি কমিঠিতে যোগ দেয় তবে তার সদস্যপদ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে।’

তিনি বলেন, ‘এফডিসি তথা চলচ্চিত্র পরিবারের বাইরে গিয়ে কে কি সুবিধা পাবে আমার জানা নেই। আমি বলতে চাই আসুন এসব ফেলে সবাই এক ছায়াতলে চলচ্চিত্র পরিবারের সঙ্গে কাজ করি। আমাদের চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যাই।’

এনই/এলএ

আরও পড়ুন